পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Local Train Service Resume: স্কুল-কলেজের পর লোকাল ট্রেন এবং অন্যান্য পরিষেবায় ছাড় নবান্নের - লকডাউন

স্কুল-কলেজ আগেই খোলার নির্দেশ দিয়েছিল ৷ এবার লোকাল ট্রেন চালানোর অনুমতি দিল নবান্ন ৷ সেইসঙ্গে একাধিক বিধিনিষেধও কিছুটা শিথিল করা হয়েছে ৷

Local Train Service Resume and Other Restriction Partially Withdraw from 1st November in West Bengal
স্কুল-কলেজের পর লোকাল ট্রেন এবং অন্যান্য পরিষেবায় ছাড় নবান্নের

By

Published : Oct 29, 2021, 6:11 PM IST

কলকাতা, 29 অক্টোবর: করোনা সংক্রান্ত বিধিনিষেধ বাড়ানোর মধ্যেই খুশির খবর সাধারণ মানুষের জন্য ৷ লোকাল ট্রেন চালানোর অনুমতি দিল রাজ্য সরকার ৷ 1 নভেম্বর থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালাতে পারবে রেল ৷ প্রায় 6 মাস বন্ধ থাকার পর ট্রেন চালানোর অনুমতি দিল রাজ্য সরকার ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন 16 নভেম্বর থেকে রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণি এবং কলজে ও বিশ্ববিদ্যালয়গুলি খোলা হবে ৷ সেই নিয়েও আজ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার ৷ তারই মধ্যে আজ লোকাল ট্রেন খোলার অনুমতি দিল সরকার ৷ যার পর গ্রাম ও শহরতলীর মানুষজনদের কর্মক্ষেত্রে যাতায়াতের অনেকটাই সুবিধা হয়ে গেল বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : School Reopen : খুলছে স্কুল, স্বাস্থ্যবিধি নিয়ে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

নবান্ন থেকে স্কুল খোলা, লোকাল ট্রেন চালু এবং বিধিনিষেধ নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে, সেগুলি হল--

  • 16 ই নভেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ৷ এক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি কী হবে ? সে বিষয়ে শীঘ্রই শিক্ষা দফতর থেকে নির্দেশিকা জারি করা হবে ৷
  • রবিবার থেকে চলবে লোকাল ট্রেন ৷ সে ক্ষেত্রে 50 শতাংশ যাত্রী নিয়ে আন্তঃরাজ্য লোকাল ট্রেন চলাচল করবে ৷
  • জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নয় এমন সরকারি এবং বেসরকারি অফিস 50% কর্মী নিয়ে খোলা যাবে ৷ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিস 100% কর্মীদের নিয়ে চালু করা যাবে ৷
  • সিনেমা হল, থিয়েটার, জিম, স্টেডিয়াম, অডিটোরিয়াম, শপিং মল, মার্কেট কমপ্লেক্স, বাজার, স্পা, রেস্টুরেন্ট 70% কর্মক্ষমতা নিয়ে চালু করা যাবে ৷ সাধারণ সময়ের মতোই তা চলতে পারবে ৷ যেহেতু নাইট কার্ফু চালু রয়েছে, তাই এগারোটার পর চালু রাখা যাবে না ৷
  • প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং সেন্টারগুলির ক্ষেত্রেও অনুমোদন দিচ্ছে রাজ্য সরকার ৷ সেক্ষেত্রে 70% পড়ুয়া নিয়ে এই কোচিং সেন্টারগুলি চালু করা যাবে ৷
  • বার এবং রেস্তোরাঁর ক্ষেত্রে 70% কর্মী নিয়ে তা চালু করা গেলেও রাত 11 পর তা চালু রাখা যাবে না ৷
  • একইভাবে বিবাহ সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানগুলির ক্ষেত্রে 70% ক্যাপাসিটি নিয়ে হলগুলি ব্যবহার করা যাবে ৷ একইভাবে চলচ্চিত্র শুটিং এবং টিভি ইনডোর প্রোগ্রামের ক্ষেত্রেও 70% কর্মী নিয়ে কাজ করা যাবে ৷
  • চলচ্চিত্র ও টিভি প্রোগ্রামিং-এর ক্ষেত্রে আউটডোর শুটিংয়ের অনুমতি দিচ্ছে রাজ্য সরকার ৷ তবে, সবক্ষেত্রেই করোনাকালীন বিধিনিষেধ কঠোরভাবে মানতে হবে ৷

আরও পড়ুন : Local Train Service : সবুজ সংকেত রাজ্যের, রবিবার থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন

এদিন সরকারি বিধিনিষেধের ক্ষেত্রে নাইট কার্ফু কঠোরভাবে মানার কথা বলা হয়েছে ৷ যেখানে রোজ এই বিধিনিষেধ কঠোরভাবে পালন করতে নির্দেশ দিয়েছে নবান্ন ৷ কালীপুজো ও দীপাবলি উপলক্ষে 2 থেকে 5 নভেম্বর এবং ছট পুজো উপলক্ষে 10 এবং 11 নভেম্বর নাইট কার্ফুতে ছাড় দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details