পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লোকাল ট্রেন চালু হলে বদলাবে নিয়ম, জানালেন শিয়ালদা DRM

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক-4 । এই পরিস্থিতিতে লোকাল ট্রেন ও মেট্রো রেল চালু হতে পারে বলে মনে করা হচ্ছে । পরিষেবা দেওয়ার জন্য সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে রেল ।

local train services in unlock-৪
আনলক-4 পর্বে লোকাল ট্রেন পরিষেবা

By

Published : Aug 27, 2020, 2:21 AM IST

কলকাতা, 27 অগাস্ট : ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবে চালু হলে শুধুমাত্র যাদের কাছে বৈধ টিকিট থাকবে তাঁদের প্ল্যাটফর্ম চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে । বুধবার সাংবাদিকদের সঙ্গে একটি ওয়েবিনারে একথা জানান শিয়ালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) শীলেন্দ্র প্রতাপ সিং ।

অগাস্টে শেষ হচ্ছে আনলক-3 । সেপ্টেম্বর থেকে আনলক-4 আরম্ভ হবে । তাই সেপ্টেম্বর থেকেই লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা চালু হবে কি না তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে । পরিষেবা চালু হলে সংক্রমণ ঠেকাতে বিভিন্ন স্বাথ্যবিধি যেমন মানতে হবে । তেমন, কঠোরভাবে মানতে হবে সামাজিক দূরত্ব । পরিষেবা চালুর জন্য ধাপে ধাপে প্রস্তুত হচ্ছে পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেল । DRM বলেন, "পরিষেবা চালু হলে সরকারি স্বাথ্যবিধি ও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) মানার উপর কড়া নজর থাকবে কর্তৃপক্ষের । যেসব যাত্রীদের কাছে বৈধ টিকিট থাকবে একমাত্র তারাই প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন । গন্তব্যে পৌঁছানোর পর সেই রাজ্য বা কেন্দ্রশাসিত রাজ্যের যে স্বাস্থ্যবিধি ও অন্যান্য নিয়ম রয়েছে সেগুলি মানতে হবে । হাওড়া ও শিয়ালদার মতো বড় স্টেশনগুলিতে অটোমেটিক থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা থাকবে ।" তিনি আরও বলেন , "আমার সবদিক থেকে প্রস্তুত । স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশের অপেক্ষা এখন । পরিষেবা চালু হলে প্রয়োজনে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে ।"

পাশাপাশি বৈধ দোকানদার ও অন্যান্য দোকানপাটগুলিকে প্ল্যাটফর্ম চত্বরে বসতে দেওয়া হবে না । প্ল্যাটফর্মে খাবারদাবার ও অন্যান্য দোকানগুলি আপাতত বন্ধ থাকবে । যাত্রীরা যাতে সামাজিক দূরত্ব ও অন্যান্য বিধি-নিষেধ পালন করেন, সেজন্য বিশেষ RPF ও GRPF-এর দল মোতায়েন থাকবে স্টেশন চত্বরে । স্টেশনে যাত্রীদের মাস্ক ও স্যানিটাইজ়ার দেওয়ার জন্য বিশেষ কিয়স্ক তৈরি করা হবে । প্ল্যাটফর্মে মোতায়েন থাকবে বিশেষ ব্রিগেড বাহিনী ।

ABOUT THE AUTHOR

...view details