পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অপেক্ষা আর কয়েক ঘণ্টার, প্রথম লোকাল রাত 2.40 মিনিটে - Local Train service in West Bengal

হকারদের ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয়নি । তবে ট্রেনে ভেন্ডার কোচ থাকছে । টিকিট কাউন্টার থেকেই সংগ্রহ করা যাবে সিজ়ন, মান্থলি ও সাধারণ টিকিট । স্টেশনে প্রবেশের সময় থার্মাল গানের সাহায্যে শরীরের তাপমাত্রা মাপা হবে ।

Local Train service in Kolkata
ফাইল ছবি

By

Published : Nov 10, 2020, 11:00 PM IST

Updated : Nov 10, 2020, 11:18 PM IST

কলকাতা, 10 নভেম্বর :আর মাত্র কয়েক ঘণ্টা । প্রায় সাড়ে সাত মাস পর আবার গড়াবে লোকাল ট্রেনের চাকা । প্রথম লোকালটি ছাড়বে ভোর 2.40 মিনিটে । দক্ষিণ পূর্ব রেলের তরফে মোট 81 টি ও পূর্ব রেলের তরফে চালানো হবে মোট 413 টি EMU ট্রেন । হকারদের ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয়নি । তবে ট্রেনে ভেন্ডার কোচ থাকছে । SOP, কোরোনা বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে রাজ্য সরকার ও রেলের তরফে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে ।

দক্ষিণ পূর্ব রেলের তরফে চালানো হবে মোট 81টি লোকাল ট্রেন । এগুলির মধ্যে 40 টি EMU চলবে আপে ও বাকি 41 টি চলবে ডাউনে । 2019-20 সালের পাবলিক সাবআর্বান টাইম টেবিল অনুসারেই চলবে ট্রেনগুলি । যদিও কোরোনা পরিস্থিতির আগে সবচেয়ে ব্যস্ত সময় যত সংখ্যক লোকাল ট্রেন চালানো হত, বর্তমানে তার 84 শতাংশ ট্রেন চালানো হবে । সকাল 8 টা থেকে বেলা 11 টার মধ্যে চলবে 148 টি ট্রেন । স্বাভাবিক সময়ে এই সংখ্যাটি ছিল প্রায় 177 । প্রথম দিনের যাত্রী ভিড় খতিয়ে দেখার পর ধাপে ধাপে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা ।

টিকিট কাউন্টার থেকেই সংগ্রহ করা যাবে সিজ়ন, মান্থলি ও সাধারণ টিকিট । স্টেশনে প্রবেশের সময় থার্মাল গানের সাহায্যে শরীরের তাপমাত্রা মাপা হবে । হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ঈশাক খান জানিয়েছেন, "হকারদের ট্রেনে ওঠার বা প্ল্যাটফর্মে দোকান খোলারও অনুমতি নেই।"

দক্ষিণ পূর্ব রেলের হাওড়া ডিভিশনের প্রথন লোকাল ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে মেদিনীপুর (মেদিনীপুর লোকাল) পর্যন্ত যাবে । দক্ষিণ পূর্ব রেল ডিভিশনের খড়গপুর থেকে প্রথম লোকাল ছাড়বে ভোর 3 টের সময়। ট্রেনটি খড়গপুরে থেকে ছেড়ে হাওড়া পৌঁছবে । অন্যদিকে পূর্ব রেলের তরফে চালানো হবে মোট 413 টি লোকাল ট্রেন।

সবক'টি স্টেশন ও প্ল্যাটফর্ম চত্বরে পর্যাপ্ত সংখ্যক RPF ও GRP মোতায়েন থাকবে । পাশাপাশি কোরোনা সংক্রান্ত স্বাথ্যবিধি অনুসারে প্রতিটি কোচ প্রতিদিন স্যানিটাইজ় করা ও পরিষ্কার করার উপর বাড়তি জোর দেওয়া হয়েছে ।

Last Updated : Nov 10, 2020, 11:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details