কলকাতা, 10 নভেম্বর :আর মাত্র কয়েক ঘণ্টা । প্রায় সাড়ে সাত মাস পর আবার গড়াবে লোকাল ট্রেনের চাকা । প্রথম লোকালটি ছাড়বে ভোর 2.40 মিনিটে । দক্ষিণ পূর্ব রেলের তরফে মোট 81 টি ও পূর্ব রেলের তরফে চালানো হবে মোট 413 টি EMU ট্রেন । হকারদের ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয়নি । তবে ট্রেনে ভেন্ডার কোচ থাকছে । SOP, কোরোনা বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে রাজ্য সরকার ও রেলের তরফে বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে ।
দক্ষিণ পূর্ব রেলের তরফে চালানো হবে মোট 81টি লোকাল ট্রেন । এগুলির মধ্যে 40 টি EMU চলবে আপে ও বাকি 41 টি চলবে ডাউনে । 2019-20 সালের পাবলিক সাবআর্বান টাইম টেবিল অনুসারেই চলবে ট্রেনগুলি । যদিও কোরোনা পরিস্থিতির আগে সবচেয়ে ব্যস্ত সময় যত সংখ্যক লোকাল ট্রেন চালানো হত, বর্তমানে তার 84 শতাংশ ট্রেন চালানো হবে । সকাল 8 টা থেকে বেলা 11 টার মধ্যে চলবে 148 টি ট্রেন । স্বাভাবিক সময়ে এই সংখ্যাটি ছিল প্রায় 177 । প্রথম দিনের যাত্রী ভিড় খতিয়ে দেখার পর ধাপে ধাপে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা ।