কলকাতা, 24 জুন : লোকাল ট্রেন (Local Train) চালু করার দাবি রাজ্যজুড়ে জোরালো হয়েছে ৷ বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ ৷ তারই জেরে এর মধ্যেই লোকাল ট্রেন চালু হবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল ৷ তবে সেই জল্পনা কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি বুঝিয়ে দিলেন যে, আপাতত লোকাল ট্রেন চালু হচ্ছে না ৷ কারণ লোকাল ট্রেন চালু হলে, আবারও কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাবে ৷
আজ নবান্নে সাংবাদিকরা এ ব্যাপারে জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কাছে ৷ লোকাল ট্রেন চালুর দাবিতে বিভিন্ন জায়গায় হওয়া বিক্ষোভের প্রসঙ্গ তুলতেই মমতা বলেন, "আপনারা এমন কিছু প্রশ্ন করবেন না, যাতে প্ররোচনা ছড়ায় ৷ যে বিধিনিষেধ আছে, তা কোভিডকে ঠেকাবার জন্য ৷ আগে কোভিডটা কমাতে দিন ৷ কারও কোনও কিছুতে কষ্ট হবে, এটা জানা কথাই ৷ একটা ব্রিজ তৈরি করতে গেলে যাঁরা ওই ব্রিজ দিয়ে যাতায়াত করেন, তাঁদের কষ্ট হবেই ৷ এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে ৷ তখন কে দেখবে ? দোকানপাট সবই তো চালু রয়েছে ৷ অন্য জায়গায় যে লকডাউন হয়েছে, কার্ফু হয়েছে, আমাদের তো সে রকম কিছুই হয়নি ৷ এখানে তো সবই চলছে ৷ তাই চিন্তা করার কোনও কারণ নেই ৷ এখন তো অনেক জায়গায় ওয়ার্ক ফ্রম হোমও চলছে ৷ সরকারি, বেসরকারি উভয় ক্ষেত্রেই হচ্ছে ৷ আর যাঁরা কাজে যাচ্ছেন, তাঁদের গাড়ি পাঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷ সবজি বিক্রেতারাও গাড়িতে যাচ্ছেন ৷ সবজি মান্ডি চলছে ৷ কাজেই সে রকম অসুবিধে নেই ৷" অর্থাত্ মুখ্যমন্ত্রীর কথা থেকেই স্পষ্ট বোঝা গিয়েছে যে, কোভিড বিধি একে একে শিথিল হলেও এখনই লোকাল ট্রেন চালুর অনুমতি দেওয়া হবে না ৷