পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Partha Chatterjee PA: দামি গাড়ি চড়লেও চাঁদা দিতেন 10 টাকা ! পার্থর আপ্তসহায়কের 'গ্রেফতারি'তে হতবাক প্রতিবেশীরা

এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক (Partha Chatterjee PA) সুকান্ত আচার্যকেও (Sukanta Acharya) গ্রেফতার করা হয়েছে বলে দাবি ইডি সূত্রের ৷ অস্বীকার পরিবারের ৷ সুকান্তকে নিয়ে কী বললেন প্রতিবেশীরা ? জানুন ৷

local people reaction about Partha Chatterjee PA Sukanta Acharya Arrest
Partha Chatterjee PA: দামি গাড়ি চড়লেও চাঁদা দিতেন 10 টাকা ! পার্থর আপ্তসহায়কের 'গ্রেফতারি'তে হতবাক প্রতিবেশীরা

By

Published : Jul 23, 2022, 8:26 PM IST

কলকাতা, 23 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তাঁর আপ্তসহায়ক (Partha Chatterjee PA) সুকান্ত আচার্যকেও (Sukanta Acharya) ৷ ইডি (ED) সূত্রে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে ৷ যদিও নিউ ব্যারাকপুরের বাসিন্দা সুকান্তর পরিবারের সদস্যদের দাবি, তাঁকে গ্রেফতার করা হয়নি ৷ নিজের এলাকাতেই রয়েছেন ওই যুবক ৷

প্রসঙ্গত, নিউ ব্যারাকপুরের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকান্ত ৷ কিন্তু, এলাকায় থাকলেও সেভাবে প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতেন না তিনি ৷ তাঁর প্রতিবেশীরাই সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন ৷ তাঁদের দাবি, বন্ধুদেরও এড়িয়ে চলতেন সুকান্ত ! তবে, এদিন যখন তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠল, তখন এলাকার অধিকাংশ মানুষই তা বিশ্বাস করতে পারেননি বলে দাবি করেছেন ৷

আরও পড়ুন:Partha Chatterjee Arrest: পার্থর গ্রেফতারির প্রতিবাদে কোনও কর্মসূচি নয় ! হোয়াটসঅ্য়াপে বার্তা অভিষেকের

এলাকাবাসী জানিয়েছেন, গত সাত-আট বছর ধরে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়কের কাজ করছেন সুকান্ত ৷ নিউ ব্যারাকপুরের 10 নম্বর ওয়ার্ডে তাঁর প্রাসাদোপম বাড়ি রয়েছে ৷ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সেভাবে যোগাযোগ না থাকলেও রাজ্যের শাসকদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর নিত্য ওঠা-বসা ছিল ৷ সুকান্তর সম্পর্কে জানতে চাওয়া হলে তাঁর প্রতিবেশীদের কেউ কেউ বলেন, ওই যুবক নিজে বিলাসবহুল জীবন যাপন করলেও অন্যকে দেওয়ার জন্য কানা কড়িও খরচ করতেন না ৷ নিজে দামি গাড়ি ব্যবহার করতেন ৷ অথচ, চাঁদা চাইলে কখনও 10 টাকার বেশি দিতে না ৷ তবে, মাঝেমধ্যেই সুকান্তর বাড়িতে অনেক অচেনা মানুষ দেখা যেত ৷ তাঁরা আসতেন পার্থর আপ্তসহায়কের সঙ্গে দেখা করতে ৷ শনিবারের ঘটনার পর অনেকেরই অনুমান, সুকান্তর বাড়িতেও মোটা টাকার লেনদেন হত ৷ সম্ভবত, সেই কারণেই অচেনা মানুষের আনাগোনা হত সেখানে ৷

সুকান্তর পরিবার সূত্রে যেটুকু জানা গিয়েছে, তা হল, শুক্রবার টানা প্রায় 12 ঘণ্টা তাঁকে জেরা করেন ইডি আধিকারিকরা ৷ সন্ধেবেলা তাঁরা চলে যান ৷ কিন্তু, সুকান্ত তাঁদের সঙ্গে যাননি বলেই দাবি তাঁর পরিবারের সদস্যদের ৷ যদিও ইডি সূত্রে পালটা দাবি করা হচ্ছে, শনিবার রাত আড়াইটে নাগাদ সুকান্তকে গ্রেফতার করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details