কলকাতা, 23 জুলাই: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তাঁর আপ্তসহায়ক (Partha Chatterjee PA) সুকান্ত আচার্যকেও (Sukanta Acharya) ৷ ইডি (ED) সূত্রে অন্তত এমনটাই দাবি করা হচ্ছে ৷ যদিও নিউ ব্যারাকপুরের বাসিন্দা সুকান্তর পরিবারের সদস্যদের দাবি, তাঁকে গ্রেফতার করা হয়নি ৷ নিজের এলাকাতেই রয়েছেন ওই যুবক ৷
প্রসঙ্গত, নিউ ব্যারাকপুরের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুকান্ত ৷ কিন্তু, এলাকায় থাকলেও সেভাবে প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতেন না তিনি ৷ তাঁর প্রতিবেশীরাই সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন ৷ তাঁদের দাবি, বন্ধুদেরও এড়িয়ে চলতেন সুকান্ত ! তবে, এদিন যখন তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠল, তখন এলাকার অধিকাংশ মানুষই তা বিশ্বাস করতে পারেননি বলে দাবি করেছেন ৷
আরও পড়ুন:Partha Chatterjee Arrest: পার্থর গ্রেফতারির প্রতিবাদে কোনও কর্মসূচি নয় ! হোয়াটসঅ্য়াপে বার্তা অভিষেকের
এলাকাবাসী জানিয়েছেন, গত সাত-আট বছর ধরে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়কের কাজ করছেন সুকান্ত ৷ নিউ ব্যারাকপুরের 10 নম্বর ওয়ার্ডে তাঁর প্রাসাদোপম বাড়ি রয়েছে ৷ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সেভাবে যোগাযোগ না থাকলেও রাজ্যের শাসকদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর নিত্য ওঠা-বসা ছিল ৷ সুকান্তর সম্পর্কে জানতে চাওয়া হলে তাঁর প্রতিবেশীদের কেউ কেউ বলেন, ওই যুবক নিজে বিলাসবহুল জীবন যাপন করলেও অন্যকে দেওয়ার জন্য কানা কড়িও খরচ করতেন না ৷ নিজে দামি গাড়ি ব্যবহার করতেন ৷ অথচ, চাঁদা চাইলে কখনও 10 টাকার বেশি দিতে না ৷ তবে, মাঝেমধ্যেই সুকান্তর বাড়িতে অনেক অচেনা মানুষ দেখা যেত ৷ তাঁরা আসতেন পার্থর আপ্তসহায়কের সঙ্গে দেখা করতে ৷ শনিবারের ঘটনার পর অনেকেরই অনুমান, সুকান্তর বাড়িতেও মোটা টাকার লেনদেন হত ৷ সম্ভবত, সেই কারণেই অচেনা মানুষের আনাগোনা হত সেখানে ৷
সুকান্তর পরিবার সূত্রে যেটুকু জানা গিয়েছে, তা হল, শুক্রবার টানা প্রায় 12 ঘণ্টা তাঁকে জেরা করেন ইডি আধিকারিকরা ৷ সন্ধেবেলা তাঁরা চলে যান ৷ কিন্তু, সুকান্ত তাঁদের সঙ্গে যাননি বলেই দাবি তাঁর পরিবারের সদস্যদের ৷ যদিও ইডি সূত্রে পালটা দাবি করা হচ্ছে, শনিবার রাত আড়াইটে নাগাদ সুকান্তকে গ্রেফতার করা হয় ৷