পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mismanagement in BBIT College: ভিড়, অকেজো এসি, লোডশেডিং ! প্রসেনজিতের অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা কলেজে - বিবিআইটি কলেজ

উপচে পড়া ভিড় ও লোডশেডিং-এর কারণে চরম বিশৃঙ্খলা দেখা দিল শহরের বিবিআইটি কলেজে (Mismanagement in BBIT College)৷ আয় খুকু আয় ছবির প্রচারে (Aay Khuku Aay promotion) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনুষ্ঠানের আগে সেখানে অব্যবস্থার অভিযোগ উঠল (BBIT College)৷

load-shedding-excessive-crowd-shows-mismanagement-in-bbit-college-at-aay-khuku-aay-promotion
উপচে পড়া ভিড়, লোডশেডিং ! প্রসেনজিতের অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা কলেজে

By

Published : Jun 10, 2022, 5:02 PM IST

কলকাতা, 10 জুন: কেকের মৃত্যুর কারণ হিসেবে বারবার নজরুল মঞ্চের অব্যবস্থার কথা উঠে এসেছে ৷ সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের একই রকমের ছবি ধরা পড়ল শহরেরই বিবিআইটি কলেজে (Mismanagement in BBIT College)৷ 'আয় খুকু আয়' ছবির প্রচারে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্থিত হওয়ার আগেই সেখানে দেখা গেল চরম অব্যবস্থার ছবি ৷ ছোট জায়গায় ছিল প্রচুর ছাত্রছাত্রীর ভিড় ৷ এসি-ও ঠিকমতো কাজ করছিল না ৷ তারই মধ্যে হঠাৎ লোডশেডিং হওয়ায় সেখানে হুলুস্থুল পড়ে যায় (BBIT College)৷

আপকামিং ফিল্ম 'আয় খুকু আয়'-এর প্রচারে 'বজবজ ইন্সটিটিউট অফ টেকনোলজি'তে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল বিকেল 3টেয় হবে সেই অনুষ্ঠান ৷ তবে তার আগেই সেখানে জমায়েত শুরু হয়ে যায় ৷ স্বল্প পরিসর জায়গায় উপচে পড়ে ছাত্রছাত্রীদের ভিড় ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে একটা সময় অডিটোরিয়ামের দরজা বন্ধ করে দেওয়া হয় ৷ এরই মধ্যে এসি ঠিক মতো কাজ করছে না বলে অভিযোগ করেন অনেকে ৷ এই নিয়ে যখন অনুষ্ঠানের আগে চরম অব্যবস্থা দেখা দিয়েছে, তখনই আবার লোডশেডিং হয়ে যায় ৷ তার ফলে শুরু হয় তুমুল বিশৃঙ্খলা-হইচই ৷ কিছুক্ষণ পর কারেন্ট আসে ৷ অডিটোরিয়ামের দরজাও খুলে দেওয়া হয় (Aay Khuku Aay promotion)৷

আরও পড়ুন:KK Demise : কে কে-র মৃত্য়ুর তদন্তে ধর্মতলার হোটেলে ফরেন্সিক দল

দিনকয়েক আগেই শহরে অনুষ্ঠান করতে এসে মৃত্যু হয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে-র ৷ সেই ঘটনার পর নজরুল মঞ্চে অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের গাফিলতির অভিযোগ তোলেন অনেকেই ৷ একই সুরে শাসক দলকে বিদ্ধ করে বিরোধীরাও ৷ নজরুল মঞ্চে যত আসন রয়েছে, তার থেকে বেশি দর্শকের উপস্থিতি, এসি কাজ না করা - এই নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলাও দায়ের হয়েছে ৷ এরই মধ্যে শহরের কলেজে ফের সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে অব্যবস্থার ঘটনায় আবারও গাফিলতির প্রশ্ন সামনে এল ৷

ABOUT THE AUTHOR

...view details