কলকাতা, 3 অগস্ট:পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিকল্পর খোঁজে রাজ্য পরিবহণ দফতর আগামী বছরের শুরুতেই পথে নামাতে চলছে প্রায় 1180টি পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস(Electric Bus)। বুধবার পরিবহণ দফতরের সঙ্গে টাটা মোটরস ও সিইএসএল বা কনভারজেন্স এনার্জি সার্ভিস লিমিটেড-এর লেটার অফ অথরাইজেশন স্বাক্ষরিত হয় ।
আগামী বছর মার্চ মাসের মধ্যে কলকাতায় মোট 1180টি ইলেকট্রিক চালিত বাস পথে নামানোর উদ্যোগ নিল রাজ্য পরিবহণ দফতর । মোট সংখ্যার মধ্যে 500টি এসি এবং 680টি নন এসি বাস থাকছে । অত্যাধুনিক হলেও এই বাসগুলির ভাড়া বাড়ানো হবে না বলে পরিবহণ দফতর সুত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, জ্বালানির খরচ কম করতে পারলে ভাড়াও কমতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন :গ্রিন ট্রাইবুনালের নির্দেশে 189টি বাস বাতিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার
টাটা মোটরস এই বাসগুলি প্রথম পর্যায়ে সিইএসএল বা কনভারজেন্স এনার্জি সার্ভিস লিমিটেড-এর মাধ্যমে পরিবহণ নিগমের হাতে তুলে দেবে । রাজ্য সরকার প্রাপ্ত বাসগুলিকে লিজ হিসাবে রাস্তায় নামাবে । এদিন রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে একগুচ্ছ প্রকল্পের কথাও আলোচনা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম । প্রথম পর্যায় 1180টি ইলেকট্রিক বাস চালু করলেও আরও ইলেকট্রিক বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানান তিনি(LOA signed for 1180 electric buses by state transport corporation) ৷
ফিরহাদ জানান, যাত্রীদের সুবিধার জন্য ইউনিফাইড স্মার্ট কার্ড চালু করার পরিকল্পনাও করা হচ্ছে । এই প্রিপেড স্মার্টকার্ড-এর মাধ্যমে আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে না । একটি কার্ডের মাধ্যমেই পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম(WBTC), দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC), পশ্চিমবঙ্গ ভূতল পরিবহণ নিগম(WBSTC), উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা(NBSTC) এবং ট্রাম ও ফেরির পরিষেবাও নেওয়া যাবে । এমনকী মেট্রোকে এই কার্ডের আওতায় নিয়ে আসার জন্য রেল কতৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গিয়েছে । এছাড়াও প্রতিটি সরকারি বাসে, ট্রামে ও লঞ্চে সিসিটিভি বসানো বাধ্যতামূলক করা হচ্ছে ।