লাইভস্টক অফিসার ও স্পেশালিস্ট গ্রেড III অ্যাসিস্ট্যান্ট প্রফেসার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) । মোট 204টি পদে নিয়োগ করা হবে । নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে । আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন । এই পদগুলির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও যাবতীয় তথ্য নিচে দেওয়া হল...
1. লাইভস্টক অফিসার
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 3টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভেটেরিনারি সায়েন্স এবং অ্যানিমেল হাসবেনড্রি-তে স্নাতক ডিগ্রি থাকতে হবে ।
2. স্পেশালিস্ট গ্রেড III অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (অ্যানাস্থেশিওলজি)
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 62টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সঙ্গে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা থাকতে হবে ।
3. স্পেশালিস্ট গ্রেড III অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (এপিডেমিওলজি)
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 1টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সঙ্গে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা থাকতে হবে ।
4. স্পেশালিস্ট গ্রেড III অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (জেনেরাল সার্জারি)
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 54টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সঙ্গে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা থাকতে হবে ।
5. স্পেশালিস্ট গ্রেড III অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (মাইক্রোবায়োলজি বা ব্যাকটেরিওলজি)
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 15টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সঙ্গে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা থাকতে হবে ।
6. স্পেশালিস্ট গ্রেড III অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (নেফ্রোলজি)
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 12টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সঙ্গে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা থাকতে হবে ।