পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লাইভ আপডেট: আমফানে মৃতদের পরিবারকে 2 লাখ টাকা করে সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

By

Published : May 21, 2020, 9:17 AM IST

Updated : May 21, 2020, 4:09 PM IST

Amphan
আমফান

14:10 May 21

কাল দুপুর থেকে তান্ডব চালিয়ে আজ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হল আমফান ৷ আমফানের গতিপথ ও যাবতীয় আপডেট একনজরে-

বজবজে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত চার ৷ 

13:40 May 21

NDRF প্রধান এস এন প্রধান জানালেন, ‘‘কোরোনা ভাইরাসের জেরে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কাজটি বড় চ্যালেঞ্জ ৷ তবে আমাদের দল আগ থেকেই আমফানের জন্য কিছুটা প্রস্তুত ছিল কারণ তারা কোরোনাভাইরাস ও বন্যার জন্য প্রস্তুতি নিচ্ছেনিলেন ৷ সামাজিক দূরত্ব ও স্যানিটাইজ়েশনের যাবতীয় প্রোটোকল মেনেই চলা হয়েছে ৷’’

13:40 May 21

NCMC-র বৈঠকে পশ্চিমবঙ্গ ও ওড়িশার মুখ্যসচিবরা যোগ দেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৷

13:40 May 21

 স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে পরিস্থিতি পর্যালোচনায় বাংলা ও ওড়িশায় আসছে বিশেষ দল ৷  ক্ষয়ক্ষতি দেখে একটি রিপোর্ট তৈরি করবেন তারা ৷

13:40 May 21

ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবা ওড়িশা ও পশ্চিমবঙ্গে আমফান পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ তিনি কেন্দ্রের অফিসারদের ওড়িশা ও পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ এবং প্রয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ৷

12:42 May 21

কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউতে রাত থেকেই জমে রয়েছে জল ৷

12:42 May 21

গাছ পড়ে বন্ধ মিন্টো পার্কের রাস্তা ৷

10:47 May 21

আমফান ঘূর্ণিঝড়ে এখনও পর্যন্ত রাজ্যে মারা গিয়েছেন 17 জন ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে আরও ৷

10:05 May 21

বালুরঘাটে চলছে আমফানের তান্ডব ৷ তুমুল বৃষ্টি, সঙ্গে পাল্লা দিয়ে হচ্ছে ঝড় ৷ 

09:23 May 21

রাজ্যে 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে আজ বইবে হাওয়া ৷

09:21 May 21

আসাম ও মেঘালয় জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ৷

09:21 May 21

বর্তমানে আমফানের কেন্দ্রস্থল বাংলাদেশ ৷ কলকাতা থেকে 270 কিমি উত্তর ও উত্তর পূর্বে অবস্থান করছে আমফান ৷

09:19 May 21

গত ছয় ঘন্টা ধরে 27 কিমি প্রতি ঘন্টা গতিবেগে উত্তর ও উত্তর পূর্বে সরে গিয়েছে সাইক্লোন আমফান ৷

09:18 May 21

কালকে আমফানের তান্ডবলীলায় উপড়ে গিয়েছে 300-র বেশি গাছ ৷

09:18 May 21

বাংলাদেশে প্রবেশ করল নিম্নচাপ আমফান ৷

09:09 May 21

আজ বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ ৷

09:09 May 21

গতকাল মুখ্যমন্ত্রী নবান্নের কন্ট্রোলরুম থেকে জানান, আমফানে 10 থেকে 12 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷

09:09 May 21

আমফানে ক্ষতিগ্রস্থ কয়েক হাজার কাঁচা ও পাকা বাড়ি ৷

09:00 May 21

শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত আমফান ৷

Last Updated : May 21, 2020, 4:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details