- রাজ্যে 3 হাজার 80 জনের শরীরে সোমবার কোরোনা ভাইরাসের হদিস মিলেছে ৷ সক্রিয় কোরোনায় আক্রান্ত 103 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 2 হাজার 932 জন ৷ মৃত্যু হয়েছে 45 জনের ৷
- কোরোনা জয় করে গতকাল বাড়ি ফিরলেন CPI(M)-র কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম ৷ 3 অগাস্টে জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷
- কলকাতায় কোরোনা সংক্রমণ বৃদ্ধি করতে 300-র বেশি আবাসনে পোস্টার লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতা পৌরনিগম ৷ পোস্টার ও ফেস্টুনগুলিতে থাকবে কলকাতা পৌরনিগমের টোল ফ্রি নম্বর, কলকাতা পৌর নিগমের অ্যাম্বুলেন্সের নম্বর, রাজ্য স্বাস্থ্য দপ্তরের টোল ফ্রি নম্বর, টেলি মেডিসিন নম্বর দেওয়া থাকবে ৷
- 45 দিনের লড়াইয়ের পর সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন 59 বছর বয়সী এক ব্যক্তি ৷ উত্তর 24 পরগনার নাটাগড়ের বাসিন্দা ৷
আনলক আপডেট : রাজ্যে একদিনে আক্রান্ত 3 হাজার 80 জন - রাজ্যে কোরোনা সংক্রমণ
আনলক আপডেট : রাজ্যে একদিনে আক্রান্ত 3 হাজার 80 জন
06:04 August 18
কোরোনা সংক্রমণের নিরিখে রাজ্যে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী ৷ হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মালদা, দার্জিলিংয়ে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাতদিন লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এ পরিস্থিতিতে আজ রাজ্যের ছবি কেমন তা দেখে নেওয়া যাক ৷