পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতা পৌরনিগমের চূড়ান্ত সংরক্ষণ তালিকায় একাধিক মেয়র পারিষদের ওয়ার্ড - সংরক্ষিত আসন

কলকাতা পৌরনিগমের সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশ হল ৷ সংরক্ষণের আওতায় পড়ল একাধিক মেয়র পারিষদের ওয়ার্ড ৷

kolkata
কলকাতা

By

Published : Feb 11, 2020, 3:23 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি : কলকাতা পৌরনিগমের আসন সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে গতকাল । আর সেই সংরক্ষণের আওতায় পড়েছে একাধিক মেয়র পারিষদের ওয়ার্ড ৷ তালিকায় রয়েছেন স্বপন সমাদ্দার (58 নম্বর ওয়ার্ড), বৈশ্বানর চট্টোপাধ্যায় (90 নম্বর ওয়ার্ড), রতন দে( 93 নম্বর ওয়ার্ড ) , সন্দীপন সাহা (53 নম্বর ওয়ার্ড) ও দেবব্রত মজুমদার ( 96 নম্বর ওয়ার্ড ) । বোরো চেয়ারম্যান ইন্দ্রজিৎ ভট্টাচার্য (16 নম্বর বোরো), সুশান্ত ঘোষ ( 12 বোরো) সংরক্ষণের আওতায় রয়েছেন ।

ফলে পৌরনিগম নির্বাচনে তৃণমূলের ওই মেয়র পারিষদরা নিজেদের বর্তমান ওয়ার্ডে দাঁড়াতে পারবেন না । এই তালিকায় তপশিলি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে 33, 58 ,78, 107,110 , 127,141, 142 ৷ এছাড়া তালিকায় তপশিলি মহিলা সংরক্ষিত ওয়ার্ড রয়েছে 38,78, 142 । বাকি সব ক'টি ওয়ার্ডকে জেনেরাল ঘোষণা করা হয়েছে । 3,6,9 12,15, 18 ,21 ,24,27 ,30,34, 37,40, 43,46 ,49,52, 59,62,65,68,71 ,74,77, 81,87 ,90,93,96 ,99,102 ,105,109 ,113, 116, 119 ,120,125 131,135 ,138 ,143 ৷

সংরক্ষণের আওতায় পড়েছে একাধিক মেয়র পারিষদের ওয়ার্ড


53 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা কলকাতা পৌরনিগমের বর্তমান IT উপদেষ্টা । তিনি বলেন, "ব্যক্তিবিশেষের উপরে দল নির্ভর করে না । আমি দলের কাছে চির কৃতজ্ঞ ৷ দল আমাকে জনপ্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ দিয়েছে । আর সংরক্ষণ নির্বাচনেরই একটি প্রক্রিয়া । নির্বাচনের ক্ষেত্রে এই সংরক্ষণ খুবই স্বাভাবিক ৷" তিনি আরও বলেন, "আগামী দিনেও দলের একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করে যাব । দল যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব ।" মেয়াদ পারিষদ স্বপন সমাদ্দার বলেন , "খারাপ লাগছে ৷ তার কারণ দীর্ঘদিন ধরে কাজ করার ফলে এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায় । তৈরি হয় আত্মীয়তার সম্পর্ক । এলাকাবাসীদের মধ্যে অনেকে তাঁদের খারাপ লাগার কথা জানিয়েছেন । এর আগেও আসন সংরক্ষণের জন্য নিজের ওয়ার্ড ছাড়তে হয়েছিল আমাকে। গত পাঁচ বছরে এলাকার মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গেছে । তবে, দলের সিদ্ধান্তই শেষ কথা ৷"

ABOUT THE AUTHOR

...view details