কলকাতা, 31 ডিসেম্বর :আগামী 3 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 15 থেকে 18 বছর বয়সি কিশোর-কিশোরীদের করোনার টিকাকরণ (Covid Vaccination for 15 to 18 Age Group) প্রক্রিয়া ৷ প্রাথমিকভাবে কলকাতায় প্রতিদিন বরো পিছু একটি করে সরকারি স্কুলে নাবালকদের টিকা দেবে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন :KMC on Minors Vaccination : সোমবার থেকে স্কুলে হবে 15-18 বছর বয়সীদের টিকাকরণ, জানালেন ফিরহাদ
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, স্কুলে টিকা নিয়ে যাওয়া হবে আইস ব্যাগের মাধ্যমে ৷ সরকারি স্কুলগুলির ক্ষেত্রে ছাত্রছাত্রীদের টিকাকরণের জন্য কিশোর-কিশোরীদের নাম নথিভুক্ত করার কাজও করে দেবে পৌর প্রশাসন ৷ প্রাপ্তবয়স্কদের মতোই নাবালকদেরও কো-উইন অ্যাপের মাধ্যমেই নাম নথিভুক্ত করা হবে ৷ পাশাপাশি, সরকারি স্কুলগুলিতে টিকাকরণের সময় চিকিৎসকদেরও রাখা হবে ৷ সেই ব্যবস্থাও করবে পৌর প্রশাসন ৷
অন্যদিকে, বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের নাম কো-উইন অ্যাপে তোলার কাজ সারতে হবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকেই ৷ তাদের চিকিৎসকেরও বন্দোবস্ত করতে হবে টিকাকরণের সময় ৷ প্রয়োজনে কর্মী নিয়োগ করে পড়ুয়াদের কো-উইনে নাম নথিভুক্ত করার কাজ করতে হবে স্কুল কর্তৃপক্ষকে ৷ তবে টিকা ও টিকাকর্মী সরবরাহ করবে কলকাতা পৌর প্রশাসন ৷ প্রাথমিকভাবে যে 16টি সরকারি স্কুলে 15 থেকে 18 বছর বয়সীদের টিকা দেওয়া হবে, সেগুলি হল-
1 নম্বর বরো- বাগবাজার মাল্টিপার্পাস গার্লস স্কুল
2 নম্বর বরো- টাউন স্কুল
3 নম্বর বরো- সারদা প্রসাদ ইনস্টিটিউশন ফর গার্লস
4 নম্বর বরো- বেথুন কলেজিয়েট স্কুল
5 নম্বর বরো- মাল্টিপার্পাস স্কুল ফর বয়েজ, টাকি হাউস
6 নম্বর বরো- মডার্ন স্কুল
7 নম্বর বরো- সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুল