কলকাতা, ৭ এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে এবারে ওড়িশার পথে হাঁটতে চলেছে রাজ্য। ইতিমধ্যে সে রাজ্যের নাগিরকদের জন্য মাস্ক পরা আবশ্যক করার সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার। নবান্ন সূত্রে খবর, বাংলার মানুষের জন্যও একইরকম সিদ্ধান্ত নিতে চলেছে নবান্ন। শুরু হয়েছে জোর তৎপরতাও।
আগামী বৃহস্পতিবার থেকে ওড়িশার সমস্ত সাধারণ মানুষের জন্য মাস্ক পরা আবশ্যক ঘোষণা করেছে নবীন পটনায়েক সরকার। অন্যদিকে চিকিৎসকরাও জানাচ্ছেন, সকলের জন্যই মাস্ক পরা বাধ্যতামূলক। এতে সংক্রমণের অশঙ্কা কমবে বলেই মত তাঁদের। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মাস্কের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে। 5 লাখ মাস্কের দাবি জানিয়েছিলেন তিনি। তবে রাজ্যকে মাত্র 10 হাজার মাস্ক দেওয়া হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। যদিও পর্যাপ্ত N95 মাস্ক না থাকলেও যেভাবেই হোক বারবার সাধারণ মানুষকে মুখ ঢাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী নিজেও কাপড় দিয়ে তৈরি করা মাস্ক পরছেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।