পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

গতবারের মতোই পুজোর চাহিদা অনুযায়ী বিদ্যুৎ মজুত রাখা হয়েছে: শোভনদেব - শোভনদেব চট্টোপাধ্যায়

পুজোর দিনগুলোর জন্য 8414 মেগাওয়াট চাহিদা ধরা হয়েছে । জানালেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷

shobhandev chattopadhyay
shobhandev chattopadhyay

By

Published : Sep 22, 2020, 10:54 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : "পুজোর সময় চাহিদা মতো বিদ্যুৎ মজুত থাকবে । উৎসবের আবেগের সঙ্গে কোনওরকম সমঝোতা করা হবে না ।" বাঙালির প্রিয় দুর্গাপুজোকে সামনে রেখে একথা ঘোষণা করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বহু ক্লাব বা পুজো কমিটি আলো তথা বিদ্যুতের কাজ কম রাখবে বলে বলেছে । তা সত্ত্বেও আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি ।

কোরোনা পরিস্থিতিতে গোটা রাজ্যে বিদ্যুতের চাহিদা কমে গিয়েছিল প্রায় 22 শতাংশ । বর্তমানে আনলক পর্বে আবার পুরোনো জায়গায় ফিরছে চাহিদা । কারণ বেশিরভাগ কলকারখানা ইতিমধ্যে খুলে গিয়েছে । কাজে যোগ দিচ্ছেন মানুষ । সেইসঙ্গে বিদ্যুতের চাহিদাও বাড়ছে । পুজোর সময় এই চাহিদা আরও বাড়বে বলেই মনে করছে বিদ্যুৎ দপ্তর । এদিকে, কোরোনা পরিস্থিতির কারণে বেশিরভাগ জায়গায় বড় করে পুজো না হলেও বিদ্যুতের চাহিদা একেবারে কম থাকবে না বলেই মনে করছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা ।

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "গতবারের মতোই এবারও পুজোর জন্য বিদ্যুৎ মজুত রাখা হয়েছে । পুজোর দিনগুলোর জন্য 8414 মেগাওয়াট চাহিদা ধরা হয়েছে । উৎসবের আবেগের সঙ্গে কোনওপ্রকার সমঝোতা করা হবে না । আমাদের আর কয়লাখনির ওপর ভরসা করতে হবে না । রাজ্যের ঝুলিতে মজুত রয়েছে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ ।"

ABOUT THE AUTHOR

...view details