কলকাতা, 21 অক্টোবর : একশো কোটি ভ্যাকসিন ডোজের উদযাপনে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোকিত হল কলকাতার 'কারেন্সি বিল্ডিং' (Currency Building) ও 'মেটকাফ হল' (Metcalf Hall) ৷ দেশের প্রত্নতাত্ত্বিক সংস্থা 'আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া' বা এএসআই-এর (Archaeological Survey of India, ASI) উদ্যোগে দেশের 100টি ঐতিহ্যপূর্ণ মনুমেন্টে (Heritage Monument) এদিন সন্ধ্যায় জাতীয় পতাকার রঙের আলোয় সাজানো হল ৷ এর মধ্যে রয়েছে কলকাতার দু'টি ঐতিহ্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থল, যা ইউনেসকোর 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট'-এর তালিকাভুক্ত ৷
100টি ঐতিহ্যপূর্ণ মনুমেন্টের মধ্যে 17টি ইউনেসকো স্বীকৃত (UNESCO World Heritage Sites) 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' রয়েছে ৷ নয়াদিল্লির লালকেল্লা (Red Fort, New Delhi), কুতুব মিনার (Qutub Minar, New Delhi), হুমায়ুনের সমাধি (Humayun Tomb, New Delhi), তুঘলকাবাদ ফোর্ট (Tughlaqabad Fort, New Delhi), পুরানা কিলা (Purana Qila, New Delhi), আগ্রার ফতেহপুর সিক্রি (Fatehpur Sikri, Agra), তেলাঙ্গানার রামাপ্পা মন্দির (Ramappa Temple, Telangana), কর্নাটকের হাম্পি (Hampi, Karnatak), গুজরাতের ধোলাভিরা (Dholavira, Gujarat), লাদাখের লে প্যালেস (Leh Palace, Ladakh), মধ্যপ্রদেশের খাজুরাহো (Khajuraho temples, Madhya Pradesh), হায়দরাবাদের গোলকোন্ডা ফোর্ট (Golconda Fort, Hyderabad) ৷ আর এর সঙ্গে স্থান নিজের জায়গা করে নিয়েছে ব্রিটিশ শাসনাধীন ভারতের একদা রাজধানী কলকাতার 2টি ঐতিহাসিক জায়গা ৷