কলকাতা, 29 এপ্রিল : কেন্দ্রীয় বিমা সংস্থা এলআইসি তাদের আইপিও বিক্রি করলেও, গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ (LIC will Remain Safe After Selling IPO) ৷ কলকাতায় আইপিও বিক্রি সংক্রান্ত এক অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন, সংস্থার এমডি এস মোহান্তি ৷ আগামী 4 মে থেকে ভারতীয় জীবন বিমা নিগম অর্থাৎ এলআইসি তাদের আইপিও ছাড়তে চলেছে ৷ 4-9 মে পর্যন্ত শেয়ার কেনা যাবে ৷
এলআইসি’র তরফে জানানো হয়েছে, প্রতি আইপিও’র দাম 902-949 টাকা দাম ধার্য করা হয়েছে ৷ 5 শতাংশ শেয়ার বিক্রি করার থাকলেও আপাতত 3.5 শতাংশ শেয়ার বিক্রি করেছে এলআইসি ৷ এ দিন অনুষ্ঠানে সংস্থার তরফে তাদের বিপুল সম্পদের নানা তথ্য জানানো হয় ৷ সংস্থার কর্মী, এজেন্ট ও ব্যবসার পরিমাণ জানিয়ে বিমা গ্রাহকদের আশ্বস্ত করেন কর্তারা ৷