পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নাড্ডার নিরাপত্তায় গাফিলতির অভিযোগ, স্বরাষ্ট্রসচিব ও ডিজি-র কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের - বিজেপির সর্বভারতীয় সভাপতি

বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তায় গাফিলতির অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন দিলীপ ঘোষ ৷ নাড্ডার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দিলীপ ঘোষ জানান, রাজ্য প্রশাসন জে পি নাড্ডার নিরাপত্তায় যথেষ্ট পুলিশ মোতায়েন করেনি ৷

Letter to Hon'ble Home Minister Shri Amit Shah by Shri Dilip Ghosh, State President
জে পি নাড্ডার নিরাপত্তায় গাফলতির অভিযোগ, স্বরাস্ট্র সচিব ও DG-র কাছে রিপোর্ট তলব

By

Published : Dec 10, 2020, 12:42 PM IST

Updated : Dec 10, 2020, 1:52 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : জে পি নাড্ডার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দিলীপ ঘোষের অভিযোগের পরেই তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক ৷ রাজ্যের স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজ়ির কাছে এনিয়ে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক ৷ গতকাল হেস্টিংসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে কালো পতাকা দেখায় একদল বিক্ষোভকারী, সঙ্গে চলে গো ব্যাক স্লোগান ৷ এর জেরে উত্তেজনা ছড়ায় ৷

এই ঘটনার পর বিজেপির সর্বভারতীয় সভাপতির নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷ নাড্ডার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দিলীপ ঘোষ জানান, রাজ্য প্রশাসন জে পি নাড্ডার নিরাপত্তায় যথেষ্ট পুলিশ মোতায়েন করেনি ৷ বিক্ষোভকারীরা হেস্টিংসে বিজেপি কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর উঠে পড়ে ৷ এমনকী কয়েকজন হাতে বাঁশ, লাঠি নিয়েও সেখানে হাজির হয় বলে অভিযোগ দিলীপ ঘোষের ৷ প্রায় দু’শো বিক্ষোভকারী বিজেপির নির্বাচনী কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল।

আরও পড়ুন :মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক নাম অসহিষ্ণুতা, আক্রমণ নাড্ডার

এই পরিস্থিতিতে ওই বিক্ষোভকারীদের ঠেকানোর মতো পুলিশ সেখানে ছিল না বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন রাজ্য় বিজেপির সভাপতি ৷ রাজ্য বিজেপির তরফে এই অভিযোগের চিঠি পেয়েই দ্রুত পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ তারই ফলস্বরূপ আজ রাজ্য প্রশাসনের কাছে এনিয়ে জবাব তলব করে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ অন্য়দিকে, দিলীপ ঘোষের আশঙ্কা মতোই এদিন ডায়মন্ড হারবারে নাড্ডার কনভয় পৌঁছাতেই তাঁর গাড়ির উপর হামলা হয় বলে অভিযোগ উঠেছে ৷

Last Updated : Dec 10, 2020, 1:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details