কলকাতা, 25 অগস্ট : বদলির জেরে পাঁচ শিক্ষিকার আত্মহত্যার চেষ্টার ঘটনায় এবার তোলপার রাজ্য রাজনীতি । ইতিমধ্যেই পাঁচ শিক্ষিকার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে পুলিশ । এদিন বিধাননগর সিটি পুলিশের ডিসি সূর্য যাদব বলেন, "তাঁদের বিরুদ্ধে বিধাননগর উত্তর থানায় সরকারি আধিকারিককে কাজে বাধা, আইন অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি-সহ বেআইনি ভাবে জমায়েতের মতো একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ।"
এদিকে এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপার হচ্ছে ৷ এদিন দুপুরে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষিকাদের দেখতে আসেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar) । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভবুদ্ধির উদয় হোক । এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক ।" পাশাপাশি এদিন হাসপাতালে আসেন কংগ্রেসের প্রতিনিধি দল । কংগ্রেস নেতা সৌম্য আইচ বলেন, 'লজ্জা হওয়া উচিত সরকারের । সরকারের উচিত তদন্ত করে দেখা । মুখ্যমন্ত্রীর এহেন কাজ শোভা দেয় না ।"