পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর বৈঠককে "গট আপ গেম" বলল বামেরা - NRC

রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে কটাক্ষ করতে ছাড়ল না বামেরা । সুজন চক্রবর্তী বলেন, "একদিন হাসবেন, একদিন কাঁদবেন । দু'জনেই পারস্পরিক হাসি-কান্নার খেলায় আছেন, থাকবেন । যে যাই করুন, সংবিধানের বাইরে যাবেন না । বাকি আপনাদের হাসি-কান্না খেলা চলুক ।"

left reaction on mamata governor meeting
রাজ্যপাল-মমতার বৈঠককে গটআপ আখ্যা বামেদের

By

Published : Feb 17, 2020, 8:54 PM IST

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি: রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠককে "গটআপ গেম" বলে উল্লেখ করল বামেরা । আজই রাজ্যপালের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন মুখ্যমন্ত্রী । পরে এই বৈঠককে সন্তোষজনক বলে টুইট করেন রাজ্যপাল ।

CPI(M) বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, ‘‘ওদের টার্গেট বাংলা । CAA করুক বা NRC করুক, বাংলায় করবে । পৌরসভা নির্বাচন দু'দিন পরে । তার একবছর পর বিধানসভা নির্বাচন । তার আগে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীকে তো বসতেই হবে গোপনে । বসবার পর বলতেই হবে সন্তোষজনক বৈঠক । এতে আশ্চর্য হওয়ার কিছু নেই । সবটাই পূর্বনির্ধারিত ও পূর্বপরিকল্পিত । কোনওটাই আমাদের প্রত্যাশার বাইরে না । যা ভেবেছিলাম, তাই হচ্ছে ।’’

রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে বাম নেতৃত্বের বক্তব্য

সুজন চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন, ‘‘একদিন হাসবেন, একদিন কাঁদবেন । দু'জনেই পারস্পরিক হাসি-কান্নার খেলায় আছেন, থাকবেন । যে যাই করুন, সংবিধানের বাইরে যাবেন না । বাকি আপনাদের হাসি-কান্না খেলা চলুক । দিদিভাই-মোদিভাইয়ের বন্ধুত্ব চলুক, আমাদের আপত্তি নেই ।’’

ABOUT THE AUTHOR

...view details