পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পুলিশি নির্যাতনের প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ বাম ছাত্র-যুবরা - police torture on nabanna abhijan

পুলিশি নির্যাতনের বিচার চেয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হল বাম ছাত্র-যুবদের প্রতিনিধি দল ৷ 12 জনের প্রতিনিধিদল আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে ৷ প্রতিনিধি দলের সদস্যরা ওই ঘটনায় অভিযুক্ত পুলিশ আধিকারিকদের শাস্তির দাবি জানিয়েছে রাজ্যপালের কাছে ৷ পরে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, রাজ্যপাল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷

রাজ্যপালের সঙ্গে বৈঠক বাম ছাত্র -যুবদের প্রতিনিধিদল

By

Published : Sep 15, 2019, 5:15 PM IST

Updated : Sep 15, 2019, 5:29 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করল বাম ছাত্র-যুব সংগঠনের প্রতিনিধিরা ৷ নবান্ন অভিযানে শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছে বাম ছাত্র যুব সংগঠনের 12 জনের প্রতিনিধি দল ৷ DYFI-র রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রের নেতৃত্বে আজ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তাঁরা ৷

আজ রাজ্যপাল ধনকড় বাম ছাত্র-যুবদের প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন ৷ রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে DYFI-র রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, "পুলিশ শুক্রবার বাম ছাত্র-যুবদের শান্তিপূর্ণ আন্দোলনে নারকীয় তাণ্ডব চালায় ৷ সেই তাণ্ডবে অভিযুক্ত পুলিশ অফিসারদের শাস্তির দাবিতে রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয়েছে ৷ ওইদিনের ঘটনার সমস্ত ছবি তাঁর হাতে তুলে দেওয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত বিবরণ রাজ্যপালকে দেওয়া হয়েছে৷ মহিলা পুলিশ ছাড়াই মিছিলে থাকা যুবতিদের উপর আক্রমণ করেছে পুলিশ ৷ এমন কী ধৃত বাম ছাত্র-যুবদের উপর মিথ্যে মামলা দায়ের করেছে পুলিশ৷ এসমস্ত বিষয়ই রাজ্যপালের কাছে তুলে ধরা হয়েছে ৷ " DYFI-র রাজ্য সম্পাদক জানান, রাজ্যপাল তাঁদের সমস্ত অভিযোগ মনযোগ সহকারে শুনেছেন ৷ পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন ৷

শুনুন DYFI-র রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রর বক্তব্য

আরও পড়ুন : নবান্ন অভিযানে ধৃতদের দু'দিনের জেল হেপাজত

একাধিক দাবিতে শুক্রবার (13 সেপ্টেম্বর ) নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র ও যুব সংগঠন SFI ও DYFI ৷ সেই অভিযানকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়ার বঙ্গবাসী মোড় ৷ দফায় দফায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাধে ৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ ৷ পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি হয়৷ বিক্ষোভকারীদের হটাতে জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ । জখম হন কয়েকজন বামকর্মী ও পুলিশ ৷ মারধর করা হয় স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদেরও৷ এই ঘটনায় পুলিশ 23 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে ৷ ধৃতদের হাওড়া আদালতে তোলা হলে তাঁদের দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

আরও পড়ুন : বাম ছাত্র ও যুবর নবান্ন অভিযানে ঘিরে অশান্তি, জলকামান-কাঁদানে গ্যাস

Last Updated : Sep 15, 2019, 5:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details