কলকাতা, 12 ফেব্রুয়ারি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেটে তালা ঝোলালেন বাম ছাত্ররা। বৃহস্পতিবার বাম-কংগ্রেস ছাত্র-যুব সংগঠনগুলির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে৷ তারই প্রতিবাদে শুক্রবার রাজ্য়ে 12 ঘণ্টার হরতাল ডাকে 16টি বাম সংগঠন এবং ছাত্র পরিষদ ও যুব কংগ্রেস৷ এই কর্মসূচির সমর্থনে এদিন সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট বন্ধ করে রাখেন বাম ছাত্র-ছাত্রীরা।
তবে গেটে তালা ঝোলানো হলেও ভিতরে খোলা ছিল প্রশাসনিক ভবন। অরবিন্দ ভবনে আসেন উপাচার্য সুরঞ্জন দাস, সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য, সহ-উপাচার্য প্রদীপকুমার ঘোষ সহ অন্য আধিকারিক ও কর্মীরা।
এদিকে, অরবিন্দ ভবন খোলা থাকার খবর পেতেই হরতাল সমর্থনকারী ছাত্ররা এসে উপাচার্যকে আবেদন করেন যাতে এদিনের জন্য বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম বন্ধ রাখা যায়৷ কিন্তু, তাতে রাজি হননি উপাচার্য। তাই প্রশাসনিক ভবনের তিনটি গেটেই তালা ঝুলিয়ে দেন হরতাল সমর্থনকারীরা ৷