কলকাতা, 3 ডিসেম্বর : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শহরের 16 টি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান বিক্ষোভ করল বামপন্থী শ্রমিক এবং ছাত্র সংগঠনগুলি । নয়া কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের দিল্লি অভিযানের সমর্থনে এবং রাজ্যে বিকল্প কৃষি বিলের দাবিতে আজ কলেজ স্ট্রিট, মহাজাতি সদন, যাদবপুর, রানিকুঠি, গড়িয়াহাট মোড় সহ শহরের বিভিন্ন জায়গায় মোট 16 টি জায়গায় অবস্থান-বিক্ষোভ করে সিটু, এসএফআই, ডিওয়াইএফআই সহ 16 টি সহযোগী বাম সংগঠন। কলেজ স্ট্রিট বাটার মোড়ে নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ায় বিক্ষোভকারীরা ৷ শহরের বিভিন্ন প্রান্তে সারাদিন ধরে চলল অবস্থান-বিক্ষোভ।
আজ দুপুরে মহাজাতি সদনের সামনে সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু অবস্থান বিক্ষোভে বসেন ৷ দেশজুড়ে বামপন্থীদের বিক্ষোভে, এ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকেও শামিল হওয়ার জন্য আবেদন জানান সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু ।
কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে শহরজুড়ে অবস্থান বিক্ষোভ বাম ছাত্র ও শ্রমিক সংগঠনের
আজ দুপুরে মহাজাতি সদনের সামনে সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু অবস্থান বিক্ষোভে বসেন ৷ দেশজুড়ে বামপন্থীদের বিক্ষোভে, এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকেও শামিল হওয়ার জন্য আবেদন জানান সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু । কৃষকের আত্মহত্যা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উপর থেকে সরকারের নিয়ন্ত্রণ উঠে যাওয়ার তীব্র নিন্দা করেন তিনি।
কৃষি আইন প্রত্য়াহারের দাবিতে শহর জুড়ে অবস্থান বিক্ষোভ বাম ছাত্র ও শ্রমিক সংগঠনের
কৃষকের আত্মহত্যা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের উপর থেকে সরকারের নিয়ন্ত্রণ উঠে যাওয়ার তীব্র নিন্দা করেন তিনি। কেন্দ্র সরকারের নয়া কৃষি আইন সাধারণ মানুষের সমস্যা বৃদ্ধি করবে বলেও জানান সিটুর রাজ্য় সম্পাদক । চলতি মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় অবস্থান-বিক্ষোভ এবং নয়া কৃষি নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে বামপন্থী শ্রমিক এবং ছাত্র সংগঠনের সদস্যরা ।