কলকাতা, 11 ডিসেম্বর : যে পৌরনিগম ও পৌরসভাগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, সেগুলির প্রশাসক বোর্ড বাতিলের দাবিতে সরব হল সিপিএম (Left leaders demand dismissal of all municipal administrative boards) ৷ শনিবার এই নিয়ে সিপিএমের এক প্রতিনিধি দল দেখা করে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে ৷ এছাড়া কলকাতা পৌরনিগমের ভোট (KMC Election 2021)-সহ একাধিক দাবি তাদের তরফে পেশ করা হয় নির্বাচন কমিশনের কাছে ৷
এদিন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন সিপিএম নেতা রবীন দেব ৷ তিনি সেখানে দলের তরফে কলকাতা পৌরনিগমের নির্বাচনে একটি স্লোগানের কথাও বলেন ৷ তিনি বলেন, ‘‘জোরে ছুটছে আমাদের শহর ৷ খাদে পড়ার আগে গাড়ি স্টিয়ারিং বাঁদিকে ঘুরিয়ে দিন । এটাই হচ্ছে বামফ্রন্টের মূল স্লোগান । বাঁদিকে তাকান । বামফ্রন্টের দিকে তাকান ।’’