পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

LF on municipal administrative boards : পৌরসভায় প্রশাসক বোর্ড বাতিলের দাবিতে কমিশনে বামেরা - KMC Election 2021

শনিবার রাজ্য নির্বাচন কমিশনে যায় বাম প্রতিনিধি দল (Left Leader at WB Election Commission) ৷ সেখানে তারা দাবি তোলে মেয়াদ উত্তীর্ণ পৌরসভাগুলির প্রশাসন বোর্ড বাতিল করতে হবে ৷

left leaders demand dismissal of all municipal administrative boards
LF on municipal administrative boards : পৌরসভায় প্রশাসক বোর্ড বাতিলের দাবিতে কমিশনে বামেরা

By

Published : Dec 11, 2021, 10:09 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : যে পৌরনিগম ও পৌরসভাগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, সেগুলির প্রশাসক বোর্ড বাতিলের দাবিতে সরব হল সিপিএম (Left leaders demand dismissal of all municipal administrative boards) ৷ শনিবার এই নিয়ে সিপিএমের এক প্রতিনিধি দল দেখা করে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে ৷ এছাড়া কলকাতা পৌরনিগমের ভোট (KMC Election 2021)-সহ একাধিক দাবি তাদের তরফে পেশ করা হয় নির্বাচন কমিশনের কাছে ৷

এদিন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন সিপিএম নেতা রবীন দেব ৷ তিনি সেখানে দলের তরফে কলকাতা পৌরনিগমের নির্বাচনে একটি স্লোগানের কথাও বলেন ৷ তিনি বলেন, ‘‘জোরে ছুটছে আমাদের শহর ৷ খাদে পড়ার আগে গাড়ি স্টিয়ারিং বাঁদিকে ঘুরিয়ে দিন । এটাই হচ্ছে বামফ্রন্টের মূল স্লোগান । বাঁদিকে তাকান । বামফ্রন্টের দিকে তাকান ।’’

তাঁর দাবি, করোনা পরিস্থিতিতে বাম নেতা-কর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাই কলকাতার মানুষও বামেদের পাশে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন ৷

পৌরসভায় প্রশাসক বোর্ড বাতিলের দাবিতে কমিশনে বামেরা

আরও পড়ুন :KMC Election 2021 : পৌরভোটে অশান্তি হলে বুঝতে হবে দলের উপর নিয়ন্ত্রণ নেই অভিষেকের : রাহুল সিনহা

পাশাপশি তাঁরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন, যে প্রশাসনিক আধিকারিকরা শাসক দলের পক্ষ নিয়ে কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে । রবিন দেবের দাবি, কমিশন ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে । ভুয়ো আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও কমিশনে জানিয়েছেন তাঁরা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details