কলকাতা, 24 নভেম্বর : 26 নভেম্বর দেশজোড়া 24 ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বাম শ্রমিক সংগঠনগুলি ৷ সেই নিয়েই আজ শ্রমিক সংগঠনগুলির তরফে কনভেশনের আয়োজন করা হয়েছিল ৷ সেই কনভেনশনে সিদ্ধান্ত হয়েছে, আগামী বৃহস্পতিবার পথে নেমেই সফল করা হবে দেশব্যাপী 24 ঘন্টার ধর্মঘট। আজ শ্রমিক ভবনে মোদি সরকারের উদার আর্থিক নীতির প্রতিবাদে এবং দেশের নব্বই শতাংশ দরিদ্র সাধারণ মানুষের স্বার্থবাহী সাত দফা দাবি নিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও শিল্পভিত্তিক ফেডারেশনগুলি বৈঠকে আলোচনা হয় ৷
26 নভেম্বরের ধর্মঘট নিয়ে শ্রমিক ইউনিয়নগুলির গণ কনভেনশন
দেশের সমস্ত কৃষক ও ক্ষেতমজুরের সংগঠনগুলি ধর্মঘটের ওই দাবিগুলির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বলে খবর । রাজ্যের কৃষক ও ক্ষেতমজুর গ্রাম বাংলা বনধের ডাক দিয়েছে ওই দিন । ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রাজ্যের বামফ্রন্ট সহ 16 টি বামপন্থী দল, জাতীয় কংগ্রেস ও সমস্ত সংগঠন সমূহ যেমন যুব-ছাত্র মহিলা সংগঠন তারাও ধর্মঘটে সামিল হবে বলে জানা গিয়েছে।
দেশের সমস্ত কৃষক ও ক্ষেতমজুরের সংগঠনগুলি ধর্মঘটের ওই দাবিগুলির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে বলে খবর । রাজ্যের কৃষক ও ক্ষেতমজুর গ্রাম বাংলা বনধের ডাক দিয়েছে ওই দিন । ধর্মঘটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রাজ্যের বামফ্রন্ট সহ 16 টি বামপন্থী দল, জাতীয় কংগ্রেস ও সমস্ত সংগঠন সমূহ যেমন যুব-ছাত্র মহিলা সংগঠন তারাও ধর্মঘটে সামিল হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্য়ে, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে এ রাজ্যের বাম এবং কংগ্রেস শ্রমিক সংগঠনগুলো । কৃষক এবং শ্রমজীবী মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু অভিযোগ করেন, BJP চালিত কেন্দ্রীয় সরকার বৃহৎ পুঁজি ও কর্পোরেট সংস্থার সুবিধা দেখতে গিয়ে সাধারণ মানুষ এবং কৃষক-শ্রমিকদের সর্বনাশ করে দিচ্ছে ।
মোদি সরকারের ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গের অনেকগুলি রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণ হতে পারে। সরকারের ওই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই রাজ্যে শুরু হয়েছে তীব্র প্রতিরোধ আন্দোলন। রাজ্যের রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্রমিক-কর্মচারীরা লকডাউন চলাকালীন অনেকেই কর্মচ্যুত হয়েছেন। আত্মহত্যা করেছেন অনেক শ্রমিক ও কৃষক । বৃহস্পতিবারের ধর্মঘটে নরেন্দ্র মোদি এবং অমিত শাহের কুশপুতুল দাহ করা হবে মৌলালিতে।