কলকাতা, 25 মার্চ : বগটুই-কাণ্ডে এবার পথে নামলেন বামপন্থী বুদ্ধিজীবীরা (Left Intellectuals Rally against Bagtui Massacre) । শুক্রবার কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়া মিছিল করেন তাঁরা । রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা এদিন মিছিলে উপস্থিত থাকলেও তাঁরা ছিলেন পেছনের সারিতে । আর পবিত্র সরকার, অম্বিকেশ মহাপাত্র, অনিক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, চন্দন সেনের মতো বিশিষ্টরা এদিন ছিলেন সামনের সারিতে । মৌলালি থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল হয় ৷
মূলত, বাম ছাত্র যুবদের ডাকে এই মিছিলের আয়োজন করা হয়েছিল । মিছিলের সামনেই ছিল 'এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়' লেখা একটি ব্যানার । তার পেছনে একে একে পা মেলান বুদ্ধিজীবীরা । প্রসঙ্গত, বগটুই কাণ্ডের (Rampurhat Massacre) পর রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠেছিল এই নৃশংস হত্যালীলার পর কেন নীরব বুদ্ধিজীবি মহল । এদিন সেই অবস্থান থেকে কিছুটা সরে গিয়ে বামপন্থী বুদ্ধিজীবীরা পথে নামায় উজ্জীবিত বাম ছাত্র-যুবরা ।