কলকাতা/হাওড়া, 27 জুলাই: ধর্মতলার গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভরত চাকরি প্রার্থীদের ধরনা মঞ্চে গেলেন বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র-সহ বাম নেতারা । চাকরি প্রার্থীদের ধরনা বুধবার 500 দিনে পড়ল । এদিন হাওড়া, পার্ক সার্কাস, শিয়ালদা থেকে তিনটি বড় মিছিল করে বামেরা (Top left leaders showed there support to the protesters )।
দুপুর আড়াইটের সময় হাওড়া স্টেশনে জমায়েত করেন হাওড়া ও হুগলির কর্মীরা । এরপর হাওড়া স্টেশনের সামনে থেকে মিছিল রওনা দেন গান্ধি মূর্তির দিকে । কলকাতার কর্মীরা জমায়েত করেন পার্কসার্কাসে । পাশাপাশি কলকাতার পার্শ্ববর্তী উত্তর ও দক্ষিণ 24 পরগনা থেকে জমায়েত করা হয় শিয়ালদহ স্টেশনে । এই তিনটি বড় মিছিল এসে মেশে ধর্মতলায় গান্ধি মূর্তির পাদদেশে ।
আরও পড়ুন:"শুনুন শুনুন শুনুন, তৃণমূল চোর !" ঢ্যাঁরা পিটিয়ে প্রচার করল এসএফআই
হাওড়া জেলা বামফ্রন্টের কনভেনর দিলীপ ঘোষ বলেন, "সমস্তরকমের চুরিতে নাম জড়িয়েছে শাসলদলের । শুধুমাত্র 22কোটি টাকা উদ্ধার হয়েছে । ইডি বলছে একশো কোটি টাকা পর্যন্ত উদ্ধার হতে পারে এই এসএসসি দুর্নীতিতে। অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ করা উচিৎ ।" পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তিনি । তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই সব হয়েছে । তাঁর ভাই এবং ভাইপো জড়িত এই মামলায় । অবিলম্বে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রকৃত চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে ৷
চাকরি প্রার্থীদের ধরনা পড়ল 500 দিনে প্রসঙ্গত, চাকরি প্রার্থীদের বিক্ষোভ তিনদফায় মিলিয়ে এই রবিবার 500 দিনে পড়ল । এর আগে 2019 সালে কলকাতা প্রেস ক্লাবের সামনে টানা 29 দিন বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা । করোনা লকডাউনের কারণে কিছু দিন বিরতি ছিল । ফের 2021 সালে সল্টলেক বিকাশ ভবনের সামনে টানা 110 দিন বিক্ষোভ করেন চাকরি প্রার্থীরা । ইতিমধ্যে, তাঁদের কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করেছে রাজ্য সরকার । কিন্তু পিছু হাঁটেননি তাঁরা । ফের গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশ ও অবস্থান বিক্ষোভ করেন চাকরি প্রার্থীরা । এরপরও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভকারীদের ।