পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কংগ্রেসের সঙ্গে আসন বণ্টন নিয়ে বৈঠকে বামেরা - বিধানসভা ভোট

বিধানসভা নির্বাচনে আসন বণ্টন কী হবে সেই বিষয়ে ঘরোয়া বৈঠকে বসল বামফ্রন্ট ৷ আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফ্ফর আহমেদ ভবনে বৈঠকে অংশগ্রহণ করেন সবকটি বাম দলের প্রতিনিধিরা ।

ছবি
ছবি

By

Published : Nov 29, 2020, 9:19 PM IST

কলকাতা, 29 নভেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনে আসন বণ্টন নিয়ে ঘরোয়া আলোচনা বামেদের ৷ বামফ্রন্টের অন্যতম শরিক দল ফরওয়ার্ড ব্লক জানিয়ে দিল সম্মানজনক শর্তেই কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয়েছে । কোনও রকম মাথা নিচু করার জায়গা নেই ।

আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফ্ফর আহমেদ ভবনে বৈঠকে অংশগ্রহণ করে সবকটি বাম দলের প্রতিনিধিরা । কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে যৌথভাবে আন্দোলনের কথা একাধিকবার বলা হয়েছে বৈঠকে। এবার আসন বণ্টন নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলেন সবকটি বামদলের সম্পাদকেরা । বার্ধক্যজনিত কারণে আসতে পারেননি RSP-র বিশ্বনাথ চৌধুরি । কিন্তু উপস্থিত ছিলেন সম্পাদক মনোজ ভট্টাচার্য ।

CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আজকের বৈঠকে জানিয়ে দেন, তৃণমূলকে দুর্বল ভাবা সঠিক হবে না । BJP এবং তৃণমূল উভয়েই সাধারণ মানুষের স্বার্থ বিরোধী । 2015 সাল থেকেই সূর্যকান্ত মিশ্র জানিয়ে আসছেন, BJP হটাও দেশ বাঁচাও এবং তৃণমূল হটাও রাজ্য বাঁচাও । অর্থাৎ BJP এবং তৃণমূলের বিরুদ্ধে সমানভাবে জনমত গঠন এবং আন্দোলন করতে হবে । রাজ্যের প্রত্যেকটি জেলা এবং ব্লক স্তরে বামফ্রন্ট এবং কংগ্রেসের কর্মীরা যেমন যৌথভাবে কাজ করবে তেমনই মনে রাখতে হবে কংগ্রেসের সঙ্গে জোট নির্বাচনের পরিপ্রেক্ষিতেই হচ্ছে । বর্তমান পরিস্থিতি থেকে রাজ্যের মানুষকে উদ্ধার করার জন্য এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে আজ বামফ্রন্ট নেতৃত্ব জানিয়ে দেন বৈঠকে । আগামী দিনে একক ভাবে CPI(M) সহ বামফ্রন্টের অন্যান্য শরিক দলের সংগঠনকে আরও বেশি শক্তিশালী এবং সক্রিয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান এবং CPI(M)-এর রাজ্য সম্পাদক ।

কোরোনা বিধি মেনে রাজ্যের সর্বত্র বামফ্রন্ট গত ভাবে সভা-সমাবেশ, প্রচার এবং স্ট্রিট কর্নার করার উপর জোর দেওয়া হয় আজকের বৈঠকে । দেশের বৃহত্তম শ্রমিক সংগঠনের ডাকে সর্বভারতীয় ধর্মঘটে ভালো সাড়া পাওয়া গিয়েছে বলে জানান শরিক দলের নেতৃত্বরা । গত বৃহস্পতিবারের এই ধর্মঘট থেকে অনেকটাই অক্সিজেন পেয়েছে বামফ্রন্ট । পরিস্থিতি স্বাভাবিক হলে এই শহরেই কেন্দ্রীয়ভাবে বড় ধরনের সমাবেশ করার ভাবনাচিন্তা রয়েছে রাজ্য বামফ্রন্টে । ফের আগামী সপ্তাহে রাজ্য বামফ্রন্টের বৈঠক রয়েছে । ডিসেম্বর মাসের মাঝামাঝি প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন বাম নেতারা । চূড়ান্ত আসন বণ্টনের খসড়া তৈরি হয়ে গিয়েছে রাজ্য বামফ্রন্টের । কংগ্রেসের সঙ্গে আসন বণ্টন নিয়ে যাতে মতানৈক্য না হয় সেদিকে কড়া নজর রয়েছে CPI(M) সহ অন্য শরিক দলগুলির।

ABOUT THE AUTHOR

...view details