পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বামফ্রন্টই বিকল্প; বলছেন সূর্যকান্ত মিশ্র, শ্যামল চক্রবর্তীরা - Surjakanta misra

প্রথম বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবসে CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চক্রবর্তী বলেন, “মহাকরণ থেকে সরকার চলবে না । সরকার পরিচালনা করা হবে পঞ্চায়েতের মাধ্যমে, রাজ্যের গ্রামাঞ্চলগুলি থেকে।”

ছবি
ছবি

By

Published : Jun 22, 2020, 9:36 AM IST

কলকাতা, 22 জুন : প্রথম বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবসে রাজ্য সরকারকে আক্রমণ করলেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চক্রবর্তী । তাঁরা বলেন, “মহাকরণ থেকে সরকার চলবে না । সরকার পরিচালনা করতে হবে পঞ্চায়েতের মাধ্যমে, রাজ্যের গ্রামাঞ্চলগুলি থেকে।” তাঁরা আরও বলেন, 1977 সালের এই দিনটির গুরুত্ব অপরিসীম। বিপুল জনাদেশ নিয়ে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছিল বামফ্রন্ট সরকার। তারপর সবটাই ইতিহাস। কালের নিয়মে পরিবর্তন। চৌত্রিশ বছরের ক্ষমতার অবসান।

সূর্যকান্ত মিশ্র বলেন, “ ক্ষমতায় এসেই বামফ্রন্ট বন্দীদের মুক্তি দিয়েছিল। আর এখন মিথ্যা মামলায় সরকারের সমালোচকদের ফাঁসিয়ে দেওয়া হয় । ভূমি সংস্কার, পঞ্চায়েতিরাজ বামফ্রন্টের উল্লেখযোগ্য অবদান ছিল । ছাত্র, শিক্ষক ,অভিভাবকদের নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল সেই সরকার । বর্তমানে যা লুপ্ত হয়েছে। ছাত্র, শিক্ষক, অভিভাবকদের মধ্যে পুরোনো সম্পর্ক ধ্বংস করেছে এই সরকার। সকলকে শিক্ষা, খাদ্যের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে । এর উপযুক্ত জবাব মানুষই দেবে।"

শ্যামল চক্রবর্তী বলেন, “দীর্ঘ লড়াইয়ের পর মানুষকে মুক্তির স্বাদ দিতেই সেদিন বামফ্রন্ট সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত গুরুত্ব পেয়েছিল । দীর্ঘ জরুরি অবস্থার পর মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পেরেছিল ।“ বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করে তিনি বলেন, "বামফ্রন্ট সরকার গণতন্ত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দিত । বর্তমান সরকার গণতন্ত্রকে ভুলিয়ে দিতে তৎপর । ভূমি সংস্কার লোপ পেয়েছে । গরিবের ফসল লুট হচ্ছে । দখল হয়ে যাচ্ছে মানুষের জমি । অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে মানুষ ফের বামফ্রন্টকেই ক্ষমতায় আনবে । “ তিনি আরও বলেন, “কেন্দ্রের BJP এবং রাজ্যের তৃণমূল দুই মিলে মানুষের জীবন ওষ্ঠাগত করে তুলেছে । শিল্প নেই, কর্মসংস্থান নেই । মিথ্যে কথার পসরা সাজিয়েছে দেশ এবং রাজ্যের সরকার । "

ABOUT THE AUTHOR

...view details