কলকাতা, 1 সেপ্টেম্বর : শাসক দলের অনেককেই জেরা করার জন্য ডাকছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং ED ৷ এ বিষয়ে আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "যাঁদের গায়ে দুর্নীতির গন্ধ রয়েছে তাঁদের ডাকা হচ্ছে ৷" আজ বামফ্রন্ট ও সহযোগীদলগুলি যুদ্ধ বিরোধী শান্তি মিছিলের ডাক দিয়েছিল ৷ সবার সঙ্গে মিছিলে পা মেলান বিমানবাবু ৷
দুর্নীতিতে যুক্ত শাসক দলের নেতাদেরই জেরা করছে গোয়েন্দা, কটাক্ষ বিমানের - Left Front Chairman Biman Bose attacks rulling party TMC
আজ বামফ্রন্ট ও সহযোগীদলগুলি যুদ্ধ বিরোধী শান্তি মিছিলের ডাক দিয়েছিল ৷ সবার সঙ্গে মিছিলে পা মেলান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷
1 সেপ্টেম্বর দিনটিকে প্রতি বছর যুদ্ধ বিরোধী শান্তি দিবস হিসেবে পালন করে বামফ্রন্ট । আজ সেই উপলক্ষ্যে মৌলালির রামলীলা ময়দান থেকে মহাজাতি সদন পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছিল ৷ 18 টি বাম ও সহযোগী দল আজকের মিছিলে অংশ নেয় । বিমানবাবু ছাড়াও মিছিলে অংশ নেন CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, CPI(M)-র প্রাক্তন রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার, RSP-র মনোজ ভট্টাচার্য সহ অন্যান্যরা ৷
বিমানবাবু বলেন , "যুদ্ধের নতুন করে দামামা বাজানোর চেষ্টা হচ্ছে ৷ যুদ্ধ কখনও মানুষের ভালো করে না । যুদ্ধে ধ্বংস হয় । মানুষের সংকট এবং নানাবিধ সমস্যা দেখা দেয় ।"
TAGGED:
left front peace rally