পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

চিঠির জবাব, আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট করতে মরিয়া বামফ্রন্ট - পীরজাদা আব্বাস সিদ্দিকী

কংগ্রেসের সঙ্গে যখন বামেদের বিধানসভা ভোটে আসন বণ্টন নিয়ে তরজা তুঙ্গে, সেই সময় বামেদের সঙ্গে জোট করতে চেয়ে চিঠি দিয়েছিলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি ৷ সেই চিঠির জবাব দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অঞ্চলগুলিতে আব্বাস সিদ্দিকির ঠিক করা প্রার্থীদের আসন ছাড়তে রাজি বলে সেখানে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷

left front chairman biman bose answer the letter of abbas siddiki
একদিনের মধ্যে চিঠির জবাব, আব্বাস সিদ্দিকীর সঙ্গে জোট করতে মরিয়া বামফ্রন্ট

By

Published : Feb 7, 2021, 3:38 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি : বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে জোটের ইচ্ছা প্রকাশ করে গতকাল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছিলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। এবার বামেদের তরফেও আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট করতে চেয়ে তড়িঘড়ি সেই চিঠির উত্তর দেওয়া হল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আন্তরিকভাবে আব্বাস সিদ্দিকির সঙ্গে জোটের আগ্রহ প্রকাশ করেছেন ৷

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে আব্বাস সিদ্দিকি মনোনীত প্রার্থীদের বিধানসভা নির্বাচনে দাঁড় করানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, অধীর চৌধুরির বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসেই ক্ষোভ বাড়তে শুরু করেছে ৷ সুর চড়িয়ে প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে অধীর চৌধুরিকে জোট বিরোধী বলেও মন্তব্য করা হয়েছে। এই অবস্থায় বামফ্রন্ট যদি আব্বাস সিদ্দিকিকে সঙ্গে পায়, তাহলে নির্বাচনের ফল অনেকটাই আশানুরূপ হবে বলে মনে করছে বাম নেতৃত্ব ৷

তবে, বামফ্রন্টের অন্যান্য শরিক দলের নেতারা জানিয়েছেন, এভাবে সমগ্র আসন নিয়ে আলোচনা করা সম্ভব নয়। সিপিআইএম এবং কংগ্রেস দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত নিক কোথায় কোন দলকে আসন দেওয়া হবে। তারপর সেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করাই যুক্তিযুক্ত বলে মনে করে সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক।

আরও পড়ুন : জোট নিয়ে বাম-কংগ্রেসের ঘোষিত বৈঠক বাতিল

ইতিমধ্যেই আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে দীর্ঘক্ষণ আসন বণ্টন নিয়ে সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে বৈঠক হয়েছে । যারপরেও 101টি আসন নিয়ে আলোচনা বাকি রয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই বামেদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা ভেস্তে যাওয়ার আশঙ্কা করছে দুই শিবির। যা নিয়ে অধীর চৌধুরির উপর ক্ষোভ উগরে দিয়ে প্রদেশ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, সম্মানজনক শর্তে জোট করতে চেয়েছিল বামফ্রন্ট। প্রদেশ কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, অধীর চৌধুরি চাইছেন কংগ্রেস তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করুক। তাহলে তাঁর পক্ষে বিজেপিতে যাওয়ার পথ প্রশস্ত হবে। জোট না হলে তার দায় অধীর চৌধুরির হবে বলে জানিয়েছেন ওই শীর্ষ নেতা ৷

ABOUT THE AUTHOR

...view details