কলকাতা, 18 ফেব্রুয়ারি : জাকির হোসেন বোমা বিস্ফোরণে আহত হওয়ার ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলল বাম-কংগ্রেস । বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ও বিরোধী দলনেতা আবদুল মান্নানের অভিযোগ, রাজ্যের আইন শৃঙ্খলা অবস্থা তলানিতে ঠেকেছে । পাশাপাশি শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের দুর্নীতির অভিযোগ তুললেন তাঁরা ।
নিমতিতা স্টেশনে গতকাল বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন । এই ঘটনায় ইতিমধ্যে তৃণমূল-বিজেপি তরজায় নেমে পড়েছে । এবার এই ঘটনার জন্য সরাসরি শাসকদলকে দায়ি করল বাম-কংগ্রেস । আজ এক সাংবাদিক বৈঠক থেকে আবদুল মান্নান ঘটনার তীব্র নিন্দা করেন । তিনি বলেন, "জাকির হোসেনের ঘটনায় ফের প্রমাণ হয়ে গেল রাজ্যে সাধারণ মানুষের নিরাপত্তা তলানিতে গিয়ে ঠেকেছে। একজন মন্ত্রী যখন বোমায় আহত হন, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়"? গোটা ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলেছেন তিনি । বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, "জাকির হোসেনের ঘটনা সত্যি দুর্ভাগ্যজনক । অন্য তৃণমূল নেতাদের মতো দুর্নীতিগ্রস্ত নন জাকির । তোলাবাজির বিড়ম্বনার শিকার হলেন তিনি । গরু পাচারকারীদের ধমক খেয়েছেন । তারই ফলশ্রুতি ভুগতে হল তাঁকে । সমগ্র ঘটনার উপযুক্ত নিরপেক্ষ সংস্থার মাধ্যমে তদন্ত হওয়া উচিত ।"
আরও পড়ুন :একের পর হামলায় এনআইএ তদন্ত দাবি লকেটের