দুর্গাপুর, 18 মে :লেনিনের নামে রাস্তাকে প্রয়াত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের নামে করার সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুর পৌরনিগম (Durgapur Municipal Corporation) ৷ আর তাতেই বেজায় ক্ষুব্ধ বামেরা ৷ ক্ষোভের পরিমাণ এতটাই যে রাস্তার নাম পরিবর্তন আটকাতে পথে নেমে পড়েছে তারা (Left Front Agitation against DMCs Decision to Change Road Name from Lenin to Lata Mangeshkar) ৷ ইতিমধ্যে বামেদের তরফে দুর্গাপুরের পৌরনিগমে গণ ডেপুটেশন দেওয়া হয়েছে ৷ বুধবার প্রতিবাদ সভাও করে তারা ৷ তাদের হুঁশিয়ারি, কোনও ভাবেই লেনিনের নাম ওই রাস্তা থেকে বাদ দেওয়া যাবে না ৷
দুর্গাপুরের লেনিন সরণি (Durgapur Lenin Sarani) বহু পুরনো ৷ দুর্গাপুরের সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের দাবি, দুর্গাপুরে এমন অনেক রাস্তা রয়েছে, যার এখনও নামকরণ হয়নি ৷ সেই রাস্তাগুলির মধ্যে একটির নাম ভারতরত্ন লতার নামে দেওয়া যেত ৷ কিন্তু তা না করে রাস্তা থেকে লেনিনের নাম ছেঁটে সেখানে লতার নাম বসানো হচ্ছে ৷ দুর্গাপুরের তৃণমূল পরিচালিত পৌরবোর্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজ করছে বলেও বামেদের অভিযোগ ৷