কলকাতা, 8 ডিসেম্বর : নতুন কেন্দ্রীয় কৃষি আইনেরবিরোধিতায় কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বনধে আজ সামিল হতে চলেছে এ রাজ্যের বামফ্রন্ট এবং কংগ্রেসসহ বিরোধীরা ৷
ধর্মঘটের সমর্থনে রাস্তায় নামছে এসইউসিআই ৷ সকাল ন'টা নাগাদ শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করবে তারা । কংগ্রেস এবং বামদলগুলি শহরের বিভিন্ন জায়গায় দফায় দফায় অবস্থান-বিক্ষোভ করবে । মিছিল হবে শ্যামবাজার থেকে যাদবপুর পর্যন্ত । তবে একটানা মিছিল নয় । শ্যামবাজার থেকে খান্না পর্যন্ত যাবে একটি মিছিল । পরে মানিকতলা থেকে শিয়ালদা পর্যন্ত আসবে আরেকটি মিছিল । মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত যাবে আরেকটি মিছিল । সকালবেলা যাদবপুর 8 বি বাসস্ট্যান্ড থেকে লডসের মোড় পর্যন্ত মিছিল করবে বাম এবং কংগ্রেসের ছাত্র, যুব এবং মহিলা সংগঠন ।
আরও পড়ুন :"বনধ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান দ্বিচারিতা", আক্রমণ বিরোধীদের
বনধের সমর্থনে পার্ক সার্কাসের কোয়েস্ট মল থেকে গড়িয়াহাট পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে প্রদেশ কংগ্রেস । মিছিলে পা মেলাবেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রোহন মিত্রসহ কংগ্রেসের অন্য নেতৃবৃন্দ ৷ আজ রেশন দোকান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের তরফে ৷ ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলনের সমর্থনে আজ দেশের সব রেশন দোকান বন্ধ রাখা হবে ৷