পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোরোনা পরিস্থিতিতে JEE-NEET পরীক্ষা বাতিলের দাবিতে বাম ছাত্র সংগঠনের মিছিল - বাম-কংগ্রেস ছাত্র সংগঠনের মিছিল

SFI, AISF, PSU, AISB, AISA এবং কংগ্রেসের ছাত্র পরিষদ একযোগে শনিবার বিক্ষোভ মিছিল করে।

demanding cancellation of exams in Corona situatio
পরীক্ষা

By

Published : Aug 30, 2020, 6:34 AM IST

Updated : Aug 30, 2020, 6:43 AM IST

কলকাতা, 30 অগাস্ট: কোরোনা পরিস্থিতিতে পরীক্ষার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে 6 টি ছাত্র সংগঠন শনিবার সুবোধ মল্লিক স্কয়ার থেকে কলেজস্ট্রিট পর্যন্ত বিক্ষোভ মিছিল করল। SFI, AISF, PSU, AISB, AISA এবং কংগ্রেসের ছাত্র পরিষদ একযোগে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। JEE ও NEET পরীক্ষার নির্ঘণ্ট পিছিয়ে দেওয়ার দাবিতে হয় মিছিল।

SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "মানুষের রুটি-রুজির ঠিক নেই, এই সময় কেন্দ্রীয় সরকার সর্বভারতীয় দু'টি পরীক্ষা নিয়ে পড়ুয়াদের সঙ্গে ছিনিমিনি খেলছে। দেশজুড়ে গণপরিবহন স্তব্ধ। অস্বাভাবিক পরিস্থিতি চলছে চারিদিকে। এই অবস্থায় পড়ুয়ারা কীভাবে সংশ্লিষ্ট সর্বভারতীয় পরীক্ষা দুটিতে অংশগ্রহণ করবে! গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও হেলদোল নেই।"

JEE-NEET বাতিলের দাবিতে ছাত্র সংগঠনের মিছিল৷

কলকাতা জেলা ছাত্র পরিষদের পক্ষে অর্ঘ্য গণ বলেন, "সর্বজনীন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতেই কেন্দ্রীয় সরকার মহামারীর সময় সর্বভারতীয় পরীক্ষা দু'টির নির্ঘণ্ট ঘোষণা করেছে। এর পেছনে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র রয়েছে। দেশজুড়ে পড়ুয়ারা বিক্ষোভে সামিল হবে।"

শনিবার সুবোধ মল্লিক স্কয়ার থেকে দৈহিক দূরত্ব মেনে বাম এবং কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যরা কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসে অবস্থান বিক্ষোভ করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল জোড়াসাঁকো থানার পুলিশ৷

Last Updated : Aug 30, 2020, 6:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details