কলকাতা, 30 অগাস্ট: কোরোনা পরিস্থিতিতে পরীক্ষার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে 6 টি ছাত্র সংগঠন শনিবার সুবোধ মল্লিক স্কয়ার থেকে কলেজস্ট্রিট পর্যন্ত বিক্ষোভ মিছিল করল। SFI, AISF, PSU, AISB, AISA এবং কংগ্রেসের ছাত্র পরিষদ একযোগে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। JEE ও NEET পরীক্ষার নির্ঘণ্ট পিছিয়ে দেওয়ার দাবিতে হয় মিছিল।
SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "মানুষের রুটি-রুজির ঠিক নেই, এই সময় কেন্দ্রীয় সরকার সর্বভারতীয় দু'টি পরীক্ষা নিয়ে পড়ুয়াদের সঙ্গে ছিনিমিনি খেলছে। দেশজুড়ে গণপরিবহন স্তব্ধ। অস্বাভাবিক পরিস্থিতি চলছে চারিদিকে। এই অবস্থায় পড়ুয়ারা কীভাবে সংশ্লিষ্ট সর্বভারতীয় পরীক্ষা দুটিতে অংশগ্রহণ করবে! গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও হেলদোল নেই।"