কলকাতা, 28 জানুয়ারি : বিধানসভা নির্বাচনে জোটের আসন বণ্টন চূড়ান্ত করে ফেলল বামফ্রন্ট ও কংগ্রেস৷ বৃহস্পতিবার এক বৈঠকের পর জোটের তরফে এই ঘোষণা করা হয়েছে৷ 193টি আসনে সমঝোতা চূড়ান্ত৷ বাকি 101টি আসনের জন্য আবার আলোচনা হবে৷ এদিন এমনটাই জানানো হয়েছে জোটের তরফে৷
বিধানসভা নির্বাচনের প্রচারে ব্রিগেডে বাম ও কংগ্রেস জোটের তরফে সমাবেশ করার কথাও ঘোষণা করা হয়েছে৷ আগামী 28 ফেব্রুয়ারি ওই ব্রিগেড সমাবেশ হবে বলে এই কথা জানানো হয়েছে এদিন জোটের সাংবাদিক বৈঠকে৷
বৃহস্পতিবার কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে জোটের নেতাদের বৈঠক হয়৷ তার পর এক সাংবাদিক বৈঠকে হাজির হয়ে 193টি আসনে সমঝোতা হওয়ার কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি৷ পরবর্তী আলোচনায় বাকি আসনের রফাসূত্রও বের হবে বলে তিনি জানিয়েছেন৷ বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে জোট হওয়া কতটা জরুরি, তা বোঝাতে গিয়ে অধীর জানান, তাঁদের লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে৷ দুই দলকেই পরাজিত করা বাংলার মানুষের জন্য জরুরি৷