পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যপালের ডাকে আজ রাজভবনে বাম-কংগ্রেস - রাজ্যপাল জগদীপ ধনকর

গণপিটুনি সংক্রান্ত বিল ও SC-ST বিল নিয়ে আজ রাজভবনে বিরোধীদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিল দুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিরোধীদের সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল।

governor meet
রাজভবনে বাম-কংগ্রেস

By

Published : Jan 21, 2020, 1:32 PM IST

কলকাতা, 21 জানুয়ারি : কখনও গোরুচোর তো কখনও ছেলেধরা । সন্দেহের বসে রাজ্যজুড়ে চলছে গণপিটুনির মতো অপরাধ । গণপিটুনিকে রুখতে কড়া আইন আনতে চলছে রাজ্য সরকার । ইতিমধ্যে সেই বিল আনা হয়েছে বিধানসভায় । বিধানসভায় পাশ হওয়ার পর সেটি আপাতত রয়েছে রাজভবনের ঠান্ডাঘরে । রাজ্যপালের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় । গণপিটুনি বিলের পাশাপাশি রাজ্যপালের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তপশিলি জাতি-উপজাতি সংক্রান্ত SC-ST বিলও । তবে এই বিল দুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে রাজ্যের বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাই আজ বিকেল চারটের সময় রাজভবনে এই বিল দুটি নিয়ে বিরোধী দলগুলির পরিষদীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল ।

বিরোধীদের সঙ্গে বৈঠক রাজ্যপালের

বৈঠকে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা আবদুল মান্নান, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সহ RSP, ফরওয়ার্ড ব্লকের পরিষদীয় নেতারাও । এর আগে ১৭ জানুয়ারি বিরোধী পরিষদীয় দলনেতাদের বিল নিয়ে আলোচনা করতে ডেকেছিলেন রাজ্যপাল । তবে তখন বাম-কংগ্রেসের দলীয় কর্মসূচি থাকায় সেই বৈঠক আজকে আয়োজন করা ।

বিরোধীদের সঙ্গে বৈঠক রাজ্যপালের

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ইতিমধ্যে জানিয়েছেন, বিল দুটি নিয়ে আলোচনায় আন্তরিক কংগ্রেস । পাশাপাশি রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সাম্প্রতিককালে যে সংঘাত চলছে তার অবসান হওয়া উচিত । অন্যদিকে বিল দুটি নিয়ে রাজ্যপালের কাছে আপত্তি জানাবেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী । তাঁর অভিযোগ, গণপিটুনি রোধের বিলটিতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে । তাই আজ রাজ্যপালের কাছে বিলটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাতে চলেছেন সুজন চক্রবর্তী ।

রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত । তারই মাঝে বিরোধীদের সঙ্গে আলোচনার পর সংশ্লিষ্ট বিল দুটি আইনে পরিণত হবে, নাকি রাজ্য সরকারের কাছে ফের পাঠিয়ে দিয়ে নতুন বিলের আবেদন জানাবেন রাজ্যপাল তাই এখন দেখার ।

ABOUT THE AUTHOR

...view details