কলকাতা, 27 নভেম্বর : আজ সংবিধান দিবস পালনের দ্বিতীয় দিনে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করলেন বাম এবং কংগ্রেসের বিধায়করা । বিশেষ অধিবেশন কক্ষে ভাষণের জন্য সময় চাওয়া নিয়ে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়ান বিরোধী দলনেতা আবদুল মান্নান । এই নিয়েই বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন বাম ও কংগ্রেসের বিধায়কেরা । আগামীকাল ব্যবসায়িক উপদেষ্টা কমিটির বৈঠক বয়কট করারও সিদ্ধান্ত নিয়েছে তাঁরা ।
বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট বাম-কংগ্রেসের - CPIM
বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করলেন বাম এবং কংগ্রেসের বিধায়করা । সংবিধান নিয়ে বলার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল বিরোধী দলনেতা আবদুল মান্নানকে ৷ এই নিয়েই সরব হন তিনি ৷ অধিবেশন কক্ষে স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা ।
গতকাল সংবিধান দিবসের প্রথমদিন বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তৃতা দেওয়া থেকে বিরত ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান । এই নিয়ে জলঘোলাও হয়েছিল অনেক । আজ দ্বিতীয় দিনেও সেই প্রসঙ্গ ওঠে । সংবিধান নিয়ে বলার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল বলে সরব হন বিরোধী দলনেতা । অধিবেশন কক্ষে স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন আবদুল মান্নান ।
সংবিধান দিবস পালনের নামে বেআইনি কাজ হচ্ছে ৷ এই অভিযোগ তুলে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক-আউট করেন বাম ও কংগ্রেস বিধায়করা । পাশাপাশি আগামীকাল ব্যবসায়িক উপদেষ্টা কমিটির বৈঠকও রয়েছে ৷ ওই বৈঠকও বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাম ও কংগ্রেসের তরফে । এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "কোনও বিল আনতে গেলে 3 দিন আগে নোটিশ দিতে হয়। আইন রয়েছে । তৃণমূলের বিধায়করা পড়ে দেখুন ৷ এই কারণে আগামীকাল আমরা ব্যবসায়িক উপদেষ্টা কমিটির বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছি । আমি যদি বিধানসভা অবমাননা করে থাকি তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন । দরকার হলে আমি জেলে যাব । এতটুকুও ভয় পাই না ।"