পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Slams Mamata: 'রাজ্যেকে দেউলিয়া করে ছাড়বেন মুখ্যমন্ত্রী', কড়া তোপ শুভেন্দুর - Mamata over Financial Indiscipline

আর্থিক বিশৃঙ্খলতার (Financial Indiscipline ) অভিযোগ তুলে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Slams Mamata over Financial Indiscipline) ।

Suvendu Slams Mamata
Suvendu Slams Mamata

By

Published : Sep 30, 2022, 7:54 AM IST

Updated : Sep 30, 2022, 9:39 AM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর:আরও একবারমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আর্থিক বিশৃঙ্খলতার (Financial Indiscipline ) অভিযোগে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Slams Mamata over Financial Indiscipline) । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন করছেন। এটা একটা গুরুতর অর্থনৈতিক অপরাধ। এই রাজ্যকে একেবারে দেউলিয়া করতে উঠে পড়ে লেগেছেন মমতা।" পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি লিখবেন বলেও জানান শুভেন্দু (Suvendu Adhikari) ।

নিউটাউন দুর্গাপুজো কমিটি এবং নিউটাউন ইন্টেলেকচুয়াল ও মানবজাতি কল্যাণ ফাউন্ডেশানের দুর্গাপুজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর একেবারে দেউলিয়া হয়ে গেছে। রাজ্যে কোনও শিল্প নেই । রাজ্য সরকারের আয় বন্ধ । একমাত্র মদ বিক্রি করেই যা রোজগার হওয়ার হচ্ছে। একদিকে কোনও রাজস্ব নেই তার উপর বিপুল পরিমাণ দেনা। নির্বাচনের আগে উনি লক্ষ্মীর ভাণ্ডার দেখিয়ে ভোট নিয়েছেন আর এখন টাকা তিনি দিযতে পারছেন না। তাই আইসিডিএসের টাকা দিয়ে এক মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মেটাচ্ছেন। আবার পরের মাসে আইসিডিএসের টাকা মিড ডে মিলের তহবিল থেকে দিচ্ছেন। এটা উনি করতে পারেন না। এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন।"

আরও পড়ুন: কেন্দ্রের টাকা ঘুরপথে রাজ্যের প্রকল্পে ব্যবহার ! আরটিআই করলেন শুভেন্দু

শুভেন্দুর দাবি, তাঁকে অর্থদপ্তরের অধিকারিকরাই যাবতীয় তথ্য দিয়েছেন । এরপরই তিনি আরটিআই করার সিদ্ধান্ত নেন । তাঁর কথায়,"আমি একটা আরটিআই করেছি । কিন্তু জানি কোনও উত্তর পাব না। তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেব । এরপর ৩০ দিন অপেক্ষা করব। নবরাত্রির পরে দিল্লি গিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করব। এবং এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনাও করব। আমি যা যা হিসেব চেয়েছি তার কিছুই জানতে পারিনি।"

Last Updated : Sep 30, 2022, 9:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details