কলকাতা, 28 মার্চ : আগেই ছেড়েছিলেন বামেদের হাত। এবার ছাড়লেন BJP-রও। আজ কংগ্রেসে যোগ দিতে চলেছেন প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। ইতিমধ্যে তিনি পৌঁছে গেছেন প্রদেশ কংগ্রেস অফিসে। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর উপস্থিতিতে দলে যোগ দেবেন বলে জানা গেছে।
কংগ্রেসে যোগ দিতে চলেছেন প্রাক্তন CPI(M) সাংসদ লক্ষ্মণ শেঠ - congress
প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিতে চলেছেন প্রাক্তন CPI(M) সাংসদ লক্ষ্মণ শেঠ।
লক্ষ্মণ শেঠ(ফাইল ফোটো)
ফের দলবদলের পথে লক্ষ্মণ শেঠ। 2014-তে ছাড়েন CPI(M)। এরপর 2016-য় যোগ দেন BJP-তে। কিন্তু সেখানেও থিতু হতে পারলেন না। কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টি ছাড়ার কথাও বলেন তিনি। এরপর থেকেই জল্পনা ছিল কোন দলে যোগ দেবেন। অনেকে ভেবেছিলেন যোগ দিতে পারেন ফের CPI(M)-এ। কিন্তু, তিনি যোগ দিতে চলেছেন কংগ্রেসে।