কলকাতা, 20 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র বিরুদ্ধে বিক্ষোভ চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ এবার বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনজীবীদের ধিক্কার মিছিল কলকাতায় ৷ আজ জাতীয়তাবাদী আইনজীবী সংগঠন থেকে এই মিছিল আয়োজন করা হয়েছিল ৷ হাইকোর্ট থেকে ব্যাঙ্কশাল চত্ব র পর্যন্ত এই মিছিল করা হয় ৷
বিক্ষোভের প্রতিবাদে পথে আইনজীবীরা - NRC & CAA
নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরুদ্ধে বিক্ষোভের প্রতিবাদে কলকাতায় পথে নামলেন আইনজীবীরা ৷ জাতীয়তাবাদী আইনজীবী সংগঠনের তরফ থেকে ধিক্কার মিছিলের আয়োজন করা হয় ৷ মিছিল চলে হাইকোর্ট থেকে ব্যাঙ্কশাল পর্যন্ত ৷
নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় চলে বিক্ষোভকারীদের তাণ্ডব ৷ সরকারি বাস, ট্রেন পুড়িয়ে দেওয়া হয় ৷ এছাড়া দফায় দফায় রাজ্যের বিভিন্ন জায়গায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ চলছে ৷ বিরোধিতার নামে সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে ৷ তারই প্রতিবাদে আজ পথে নেমেছেন আইনজীবীরা ৷ আইনজীবীদের দাবি, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্য সরকার সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তুলছে ৷ তারাই ক্ষিপ্ত হয়ে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করছে ৷
জাতীয়তাবাদী আইনজীবী সংগঠনের (NLF) সহসভাপতি অজয় কুমার নন্দী বলেন, "রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে যাওয়ার পর কেউ প্রকাশ্যে আইনের বিরোধিতা করতে পারেন না ৷ যদি করতেই হয় তবে সুপ্রিম কোর্টে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে বক্তব্য পেশ করতে হবে ৷ সরকারি সম্পত্তি নষ্ট করার প্রতিবাদে আজ আমরা ধিক্কার মিছিলের আয়োজন করেছি ৷" এছাড়া আইনজীবীরা চান কেন্দ্রীয় সরকারকে দোষারোপ না করে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করার পথ বর্জন করুক রাজ্য সরকার ৷ বিক্ষোভের মুখে পড়ে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে ৷ তা অবিলম্বে দূর হোক ৷