আদালত কক্ষের শুনানিতে এখনই অংশগ্রহণ করবেন না আইনজীবীরা - বার অ্যাসোসিয়েশন
আপাতত আইনজীবীরা আদালতের " ফিজিক্যাল কোর্টে " অংশ নেবেন না । গত 5 জুন যদিও বিজ্ঞপ্তি জারি করে হাইকোর্টের কয়েকটি বেঞ্চে শুনানি হবে বলে জানানো হয় । কিন্তু রাজ্যের কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে আপাতত কোর্টের মধ্যে শুনানি বন্ধ রাখা হল । আজ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কথা জানানো হয়। তবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তারা শুনানিতে অংশ নেবেন ।
কলকাতা 8 জুন :আইনজীবীরা আদালত কক্ষের শুনানিতে এখনই হাজির হবে না । আজ এই কথা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হল। গত দুদিন ধরে বৈঠকের পর আজ বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোককুমার ধানধানিয়া জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট আগামী 11,15,17 ও 19 জুন হাইকোর্টের কয়েকটি বেঞ্চে আদালত কক্ষে দুই পক্ষের উপস্থিতিতে মামলার শুনানি করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছিল । এই বিজ্ঞপ্তি দেওয়া হয় 5 জুন । কিন্ত রাজ্যের যা পরিস্থিতি সেই দিকে তাকিয়ে আইনজীবীরা এখনই আদালত কক্ষের শুনানিতে অংশগ্রহণ করবেন না। তবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যেমন শুনানিতে তারা অংশ নিচ্ছিলেন তেমন ভাবে শুনানি হবে ।
কলকাতা হাইকোর্ট 11 জুন থেকে পরীক্ষা মূলকভাবে কাজ শুরু করতে চলেছে। কিন্তু আলিপুর আদালতের দুই বিচারকের কোরোনা ধরা পরার পর থেকেই আবার কিছু আইনজীবীর মধ্যে দ্বিধা তৈরি হয়। 11 তারিখ থেকে আদালত কক্ষে শুনানি শুরু হলেও আইনজীবীরা আদৌও তাতে যোগদান করবে কি না সেই নিয়ে গত দুদিন ধরে বার অ্যাসোসিয়েশনে বৈঠক চলে । এরপর আজ সন্ধ্যায় বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের তরফে জানানো হয় আপাতত" ফিজিক্যাল কোর্টে " অংশগ্রহণ করা হবে না।
অন্যদিকে আদালত খোলা থেকে শুরু করে একাধিক দাবিতে বার কাউন্সিলের সামনে আজ বিক্ষোভ করল অল ইন্ডিয়া লইয়ারস ইউনিয়ন। সংগঠনের মূল দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যের সমস্ত আদালতের কাজকর্ম বন্ধ থাকার ফলে আইনজীবীদের রুজিরোজগার একেবারেই বন্ধ। এই পরিস্থিতিতে প্রত্যেক আইনজীবীকে মাসে অন্তত 22 হাজার করে টাকা দিতে হবে । পাশাপাশি 5 লাখ টাকা পর্যন্ত বিমার ব্যবস্থা করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে আদালতের কাজকর্ম স্বাভাবিক করতে হবে।
প্রসঙ্গত রাজ্যের আদালতগুলির কাজকর্ম বন্ধ রয়েছে প্রায় তিন মাস ধরে। ফলে সমস্যায় পড়েছেন বহু আইনজীবী, ক্লার্ক, টাইপিস্ট, স্টেনোগ্রাফার সহ আরও অনেকেই । এই পরিস্থিতিতে আদালতের কাজকর্ম শুরু করা অত্যন্ত জরুরি বলে সংগঠনের তরফে দাবি করা হয়।