পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বিমা সংস্থার নামে টাকা তুলে প্রতারণা, হাইকোর্টে মামলা চিকিৎসকের - সিবিআই

বিমা সংস্থার নামে কোটি কোটি টাকা তুলে গা-ঢাকা দিল দুই অভিযুক্ত ৷ সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চিকিৎসক ৷

wb_kol_02_ cheating  -in -camac- street office_10003
বিমা সংস্থার নামে টাকা তুলে প্রতারণা, মামলা হাইকোর্টে

By

Published : Mar 10, 2021, 10:07 PM IST

কলকাতা, 10 মার্চ : বিমা সংস্থার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ৷ সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা ৷

সূত্রের খবর, মামলাকারী মনোরঞ্জন আঢ্য পেশায় চিকিৎসক ৷ তাঁর অভিযোগ, গত এক বছর ধরে অমিত মণ্ডল ও কপিল শর্মা নামে দুই ব্যক্তি বিমা সংস্থার নামে বাজার থেকে কোটি কোটি টাকা তুলছিল ৷ মোটা টাকা সুদের লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা তোলে তারা ৷ কিন্তু পরে সেই টাকা আর আমানতকারীদের কাছে ফেরত যায়নি ৷ তার আগেই চম্পট দেয় ওই দুই ব্য়ক্তি ৷

মামলাকারীর আইনজীবী আশিসকুমার চৌধুরী জানান, ভুয়ো নথি তৈরি করে বাজার থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছে ৷ কলকাতার ক্য়ামাক স্ট্রিটে ওই বিমা সংস্থার নামে যে দফতর রয়েছে, তা এখন তালাবন্ধ ৷ অভিযুক্তদেরও কোনও পাত্তা নেই ৷

আরও পড়ুন :শুরু হল ভিবজিওরের সম্পত্তি নিলাম প্রক্রিয়া

আঢ্য এ বিষয়ে সংশ্লিষ্ট বিমা সংস্থার কাছে তথ্য চান ৷ তাতে জানা যায়, অমিত মণ্ডল বা কপিল শর্মা নামে কোনও এজেন্টই নেই ওই বিমা সংস্থার ৷ এরপর আইআরডিএ (বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ)-তে অভিযোগ জানানো হলেও তাতে লাভ হয়নি কোনও ৷ তাই একপ্রকার বাধ্য হয়েই সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আঢ্য ৷

ABOUT THE AUTHOR

...view details