কলকাতা, 1 জুন : কলকাতা হাইকোর্টে নতুন দু’জন অতিরিক্ত বিচারপতি নিয়োগের সম্মতি দিল কেন্দ্রীয় আইন মন্ত্রক (Law Ministry Has Agreed to Appoint Two New Judges to Calcutta High Court) ৷ গতকাল আইন মন্ত্রকের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ভারতীয় সংবিধানের 224 ধারা অনুয়ায়ী, রাষ্ট্রপতির সম্মতিতে বিচারপতি শ্রীমতী শম্পা দত্ত (পল)-কে দু’বছরের জন্য এবং বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরীকে 2023 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কলকাতা হাইকোর্টে নিযুক্ত করা হয়েছে ৷
সুপ্রিম কোর্টের কলেজিয়াম 2022 সালের 1 ফেব্রুয়ারি এই দু’জনের নাম উল্লেখ করেছিল ৷ তার আগে 2021 সালের 1 সেপ্টেম্বর তাঁদের নাম প্রথম সুপারিশ করেছিল কলেজিয়াম ৷ বর্তমানে কলকাতা হাইকোর্টে কর্মরত বিচারপতির সংখ্যা 41 জন ৷ এর সঙ্গে নতুন দুই বিচারপতি নিয়োগ হলে 43 জন বিচারপতি হবে কলকাতা হাইকোর্টে ৷ বর্তমানে কলকাতা হাইকোর্টে মোট বিচারপতি পদের সংখ্যা 72 ৷