কলকাতা, 3 অগস্ট :‘জাগোবাংলা’য় (Jagobangla) উত্তর সম্পাদকীয় লেখা নিয়ে এবার অজন্তা বিশ্বাসের (Ajanta Biswas) পাশে দাঁড়ালেন বসুন্ধরা গোস্বামী (Basundhara Goswami) ৷ তিনি প্রয়াত বামনেতা ক্ষিতি গোস্বামীর (Kshiti Goswami) কন্যা ৷ অজন্তার হয়ে যুক্তি তুলে ধরতে তিনিও কলম ধরেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপত্রে ৷ আজ, মঙ্গলবার তাঁর লেখা উত্তর সম্পাদকীয় প্রকাশিত হয়েছে সেখানে ৷ সেখানে অজন্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে সিপিএম (CPIM) যে ভাবনা চিন্তা করছে, তাকে বামফ্রন্টের (Left Front) বড় শরিকের ‘স্টালিনিস্ট আচরণ’ বলে তিনি তোপ দেগেছেন ৷
প্রসঙ্গত, গত সপ্তাহে চার কিস্তির একটি উত্তর সম্পাদকীয় প্রকাশিত হয় জাগোবাংলায় ৷ বিষয় ছিল, ‘বঙ্গরাজনীতিতে নারীশক্তি’ ৷ সেখানে আরও অনেক মহীয়সী নারীর সঙ্গে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের তিনবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করা হয় ৷
আরও পড়ুন :জাগোবাংলায় কলম ধরলেন অজন্তা, অনিলকন্যার অবস্থান ঘিরে কৌতূহল
তৃণমূল কংগ্রেসের মুখপত্রে তৃণমূল নেত্রীর প্রশংসা ছাপা হবে, সেটাই তো স্বাভাবিক ৷ কিন্তু যিনি লিখলেন, তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণেই এই শোরগোল পড়ে যায় ৷ কারণ, লেখিকা অজন্তা বিশ্বাস সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক প্রয়াত অনিল বিশ্বাসের (Anil Biswas) মেয়ে ৷ শুধু তাই নয়, তিনি দলের সদস্যও বটে ৷ তাই উত্তর সম্পাদকীয়র প্রথম কিস্তি প্রকাশের পর থেকেই এই নিয়ে হইচই শুরু হয় ৷ সিপিএমের তরফেও এই নিয়ে প্রথমে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷ তখন দলের অন্দরে এই নিয়ে স্পষ্ট কোনও ধারণা ছিল না ৷ শেষ পর্যন্ত অবশ্য অজন্তা শো-কজ করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম ৷
আর ঠিক এই পরিস্থিতিতেই অজন্তার পাশে এসে দাঁড়ালেন বামফ্রন্টের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক আরএসপি-র (RSP) প্রয়াত নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী ৷ ‘জাগোবাংলা’য় তাঁর লেখা উত্তর সম্পাদকীয় ঘিরেও আলোচনা শুরু হয়েছে ৷ কারণ, তিনি অজন্তা ইস্যুতে নিজের লেখায় মুজফ্ফর আহমেদ ভবনের নেতাদের কার্যত তুলোধনা করেছেন ৷
বসুন্ধরার দাবি, সিপিএম স্টালিনিস্ট দল ৷ ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাস করে না ৷ কণ্ঠরোধ করে ৷ স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে ৷ সিপিএমের এই ধরনের আচরণের জন্য বহু প্রতিভা বামফ্রন্টের স্রোত থেকে সরে যেতে বাধ্য হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন ৷