কলকাতা, 21 এপ্রিল : বিজ্ঞাপনে মুখ ঢেকে যায় । তিনি নিজেও বিজ্ঞাপনের প্রতিযোগিতায় নিজের মুখ দেখতে পছন্দ করতেন না । নীরবতাই ছিল তাঁর একমাত্র প্রতিবাদ । চিরকালই নির্জনের নীরবতা ছিল পছন্দের । সেই নীরবতার মধ্যে দিয়েই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়ে গেল ৷ আজ সকালে এগারোটার সময় নিজের বাসভবনে মারা যান শঙ্খ ঘোষ । করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি ।
এদিন সকালে বাংলা সাহিত্যের নক্ষত্র পতন ঘটে । শঙ্খ ঘোষের লেখা কবিতা বাঙালির মনে থেকে যাবে চিরকাল । করোনার জন্য কড়া নিয়মবিধির মধ্যে দিয়েই হল অন্তিম যাত্রা । কোভিড প্রোটোকলের জন্য নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হলো ৷ অদ্ভুত এক নীরবতা অনুভূত হচ্ছে তাঁর বাসভবন জুড়ে । নেই উৎসাহী মানুষের ভিড়, নেই ভিড় ভক্ত-অনুরাগীদের ।