কলকাতা, 29 মে: পোস্তা সেতু (Posta bridge) ভাঙার কাজ ধাপে ধাপে এগিয়েছে । শেষ ধাপ এখনও বাকি । যার কাজ শুরু হবে আগামী মাসেই । সেতু ভাঙলেও চিন্তার বিষয় মাটির তলায় পিলার তোলার পাইলিং । নতুন করে সেতুর থাম তুলতে গেলে সেই পুরনো পাইলিং বাঁচিয়ে কাজ করতে হবে । পাশাপাশি মাথায় রাখতে হচ্ছে মাটির নিচে থেকে যাওয়া বিভিন্ন পরিষেবার তার কীভাবে অক্ষত রেখে কাজ করা যায় ! যার জন্য সমীক্ষা করতে হতে পারে বলে জানা যাচ্ছে কেএমডিএ সূত্রে (Last phase of breaking Posta bridge)।
এখন চলছে সেতু ভাঙার তৃতীয় ধাপের কাজ । এই মাসে সেই কাজ শেষ হচ্ছে বলেই খবর কেএমডিএ সূত্রে । জুনেই চতুর্থ ধাপে হাত দেবে কেএমডিএ (KMDA)। কেএমডিএ সূত্রের খবর, তৃতীয় ধাপে গণেশ টকিজ থেকে মালাপাড়া পর্যন্ত ভাঙার কাজ চলছে । চলতি সপ্তাহের মধ্যেই তা শেষ হবে । তারপর জুন মাসে শেষ দফায় ভাঙার কাজ হবে । সেই ধাপে মালাপাড়া থেকে পোস্তা পর্যন্ত ভাঙা হবে । এলাকার মাটির অবস্থা কেমন তা পরীক্ষা করা হবে ।