কলকাতা, 20 সেপ্টেম্বর: অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) হরিদেবপুর এবং বেলঘড়িয়ার ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা শুধুই যে 50 কোটি টাকার নগদ এবং প্রায় পাঁচ কোটি টাকার সোনার গয়না পেয়েছিলেন এমনটা নয় । অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণের সম্পত্তি উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে একাধিক দেশের মুদ্রা অর্থাৎ বিদেশি মুদ্রা (Foreign currency)। সূত্রের খবর, শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্তের পর পেশ করা প্রথম চার্জশিটে (SSC Recruitment Case) এই কথা উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED charge sheet)৷
ইডি সূত্রে খবর, এই বিদেশি মুদ্রাগুলির মধ্যে রয়েছে নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং আমেরিকার মুদ্রা । কিন্তু সঠিক কত পরিমাণে বিদেশি মুদ্রা সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে, তার কোনও উল্লেখ নেই চার্জশিটে ।