পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আমফানের তাণ্ডবে লন্ডভন্ড বাংলা, কেন্দ্রের কাছে 'মানবিক' আবেদন মমতার - সাইক্লোন আমফান

Landfall of Cyclone Amphan
আমফান

By

Published : May 20, 2020, 3:15 PM IST

Updated : May 21, 2020, 12:47 AM IST

15:10 May 20

দক্ষিণ ছাড়িয়ে আতঙ্ক এখন উত্তরবঙ্গে

সাইক্লোন আমফানের স্যাটেলাইট ছবি

কলকাতা, 20, মে : আশঙ্কা ছিল ৷ কিন্তু এতটা হয়ত কল্পনা করতে পারেননি কেউই ৷ যেভাবে দুপুর 2টা 30মিনিট থেকে তাণ্ডব শুরু হল তা দিনের শেষে মহিরূহের আকার নিল ৷ রাতে নবান্নের কন্ট্রোলরুম থেকে আমফানের বিপর্যয় খতিয়ান দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর শারীরিক ভাষাই বলে দিচ্ছিল তিনি কতটা বিধ্বস্ত ৷ চিন্তিত ৷ বিপর্যস্ত ৷

আজ দুপুরে রাজ্যে প্রবেশের পর থেকেই শুরু হয় আমফানের তাণ্ডব ৷ দুই 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতায় ব্যপক ধ্বংসলীলা চলে ৷ প্রায় 120 কিলোমিটার বেগে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের মোকাবিলার কোনও পথই পায়নি নবান্ন ৷ একের পর এক খড়কুটোর মতো উড়েছে বাড়ির চাল ৷ ভেঙেছে একাধিক কাঁচা বাড়ি ৷ উপড়ে গিয়েছে কয়েক হাজার গাছ ৷ বড় বড় গাড়ির উপর গাছ ভেঙে মাটিতে মিশে গিয়েছে ৷ বিদ্যুৎতের খুঁটি উপরে এলাকার পর এলাকা অন্ধকারে ডুবে গিয়েছে ৷ কাচ ভেঙে বাড়ির ভেতরে জলের স্রোত বয়েছে, সাম্প্রতিক অতীতে এমন দৃশ্য কবে দেখা গিয়েছে তা মনে করা বড্ড কঠিন ৷  

দু‘দশক আগে পাশের রাজ্য ওড়িশায় আছড়ে পড়া সুপার সাইক্লোনের ধ্বংসলীলাই যেন ফিরে এল বাংলার মাটিতে ৷ যেভাবে ঝড় এবং বৃষ্টির জলের তোড়ে গৃহপালিত পশুদের ভেসে যেতে দেখা গিয়েছে সে দৃশ্য বীভৎসতাকেই প্রমাণ করে ৷ আমফানের তাণ্ডব কেড়ে নিয়েছে কয়েকটি প্রাণ ৷ মুখ্যমন্ত্রী বলছেন প্রাথমিকভাবে মৃত্যু সংখ্য কমপক্ষে 12 ৷ সন্দেহ নেই আগামী দুই-তিন দিনে আরও বাড়বে ৷  

কয়েক লক্ষাধিক ক্ষতির মুখে পড়তে চলেছে রাজ্য ৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি এবং প্রিয়াঙ্কা ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ ক্ষয়ক্ষতির খতিয়ান নিয়েছেন ৷ কোরোনার ছায়া থেকে মুক্তির আগেই যেভাবে আমফানের তাণ্ডবে মুখ থুবড়ে পড়ল গোটা বাংলা তা থেকে ঘুরে দাঁড়াতে কেন্দ্রের কাছে ‘মানবিক’ আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী ৷ সময়টি যে মোটেই রাজনীতি করার নয়, সেই বার্তা দিয়ে কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রী সাহায্যের আবেদন জানিয়েছেন ৷  

আজ ঘূর্ণিঝড় আমফানের দাপটে তিলোত্তমা রীতিমতো তার সু-রূপ হারিয়ে ফেলেছে ৷ হাওড়া ব্রিজের উপর আমফান নিজের খুশিমতো তাণ্ডব চালিয়েছে ৷ কলেজ স্ট্রিট, আমহার্ট স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, পার্কস্ট্রিট, কসবা, বেহালা, টালিগঞ্জের মতো প্রতিটি এলাকার মোড়ে মোড়ে গাছ উপড়ে পড়ে থাকতে দেখা গেছে ৷ এসব এলাকা শুধু জলমগ্নই হয়নি, অন্ধকারে ডুবে গিয়েছে ৷  

কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি, দুই 24 পরগনার বিস্তীর্ণ এলাকা যেন ধ্বংসস্তূপ ৷ সুন্দরবন থেকে শুরু করে নামখানা সর্বত্র জলমগ্ন ৷ একের পর এক গাছ ভেঙে, এক জেলার সঙ্গে আর এক জেলার যোগাযোগ বিচ্ছিন্ন ৷ আলিপুর আবহওয়া দপ্তর সূত্রের খবর আজ রাত থেকেই নদিয়া, মুর্শিদাবাদে ঝড়ের তাণ্ডব চলবে ৷ বাড়বে বৃষ্টিও ৷ দক্ষিণ ছাড়িয়ে উত্তরের একাধিক জেলা লণ্ডভণ্ড করতে আমফান যে তৈরি সে সতর্কতা দিয়েছে আলিপুর আবহওয়া দপ্তর ৷ তবে আগামীকাল বিকালের দিকে আমফান বাংলাদেশে প্রবেশ করবে ৷  

Last Updated : May 21, 2020, 12:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details