পশ্চিমবঙ্গ

west bengal

Land for Data Center of Aadni : সিলিকন ভ্যালিতে আদানি গোষ্ঠীকে জমি দিচ্ছে রাজ্য

By

Published : Jun 6, 2022, 5:42 PM IST

আদানি গোষ্ঠীকে ডাটা সেন্টার তৈরির জন্য জমি দিচ্ছে রাজ্য সরকার (Land to Adani Group for Build A Data Center in Silicon Valley) ৷ সিলিকন ভ্যালিতে প্রায় 52 একর জমি দেওয়া হবে ৷ আজ রাজ্য মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

Land to Adani Group for Build A Data Center in Silicon Valley
Land to Adani Group for Build A Data Center in Silicon Valley

কলকাতা, 6 জুন : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে রাজ্যে ডাটা সেন্টার তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন গৌতম আদানি ৷ জানিয়েছিলেন রাজ্যে প্রায় 10 হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চান তিনি ৷ সোমবার রাজ্যে আদানি গোষ্ঠীর ডাটা সেন্টার তৈরির জন্য সিলিকন ভ্যালিতে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা (Land to Adani Group for Build A Data Center in Silicon Valley) ৷

এ দিন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সল্টলেক সেক্টর ফাইভের সিলিকন ভ্যালিতে আদানি এন্টারপ্রাইজ হিডকো কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেছিল ৷ সেখানে আদানি গোষ্ঠী জানিয়েছিল, তারা হাইপার স্কিল ডাটা সেন্টার পার্ক তৈরি করতে চায় ৷ রাজ্য মন্ত্রিসভা সেই প্রকল্পটির অনুমোদন দিয়েছে ৷ এই প্রকল্পের জন্য 51.75 একর জমি দেওয়া হবে ৷ 99 বছরের জন্য আদানি গোষ্ঠীকে সেই জমি লিজ দেওয়া হবে ৷ পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘মন্ত্রিসভার এই সিদ্ধান্ত যথেষ্ট উৎসাহব্যঞ্জক ৷ এই হাইপার স্কিল ডাটা সেন্টার তৈরি হলে, বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে ৷ তার সঙ্গেই অর্থনৈতিক কার্যক্রমও এখানে গড়ে উঠবে ৷’’

যদিও, এ দিন শিল্পমন্ত্রী এই প্রকল্পে মোট বিনিয়োগ কত হতে পারে ? সেই বিষয়ে বিস্তারিত কিছু সংবাদমাধ্যমকে জানাননি ৷ তবে, কোনও সন্দেহ নেই এই প্রকল্প বাস্তবায়িত হলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে তা একটা বড় বিনিয়োগের ক্ষেত্র হতে চলেছে ৷ প্রসঙ্গত, তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প এবং কর্মসংস্থানকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন ৷ মূলত সেই লক্ষ্যেই এ বার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে খোদ আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানিকে হাজির করিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : Group-D Recruitment Board : গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড বাতিল করছে রাজ্য, নিয়োগ হবে এসএসসি'র মাধ্যমে

দেশের এই প্রথম সারির শিল্পপতি মুখ্যমন্ত্রীকে নিরাশ করেননি ৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit 2022) মঞ্চে দাঁড়িয়ে মোটা অংকের বিনিয়োগের আশ্বাস দিয়েছিলেন ৷ তার সেই আশ্বাস যে কথার কথা নয়, তা স্পষ্ট হয়ে গেল এ দিনের মন্ত্রিসভার বৈঠক থেকেই ৷ রাজ্যে আদানিদের প্রথম প্রকল্প মঞ্জুরি দিল রাজ্য মন্ত্রিসভা ৷

ABOUT THE AUTHOR

...view details