কলকাতা, 6 জুন : বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে রাজ্যে ডাটা সেন্টার তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন গৌতম আদানি ৷ জানিয়েছিলেন রাজ্যে প্রায় 10 হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চান তিনি ৷ সোমবার রাজ্যে আদানি গোষ্ঠীর ডাটা সেন্টার তৈরির জন্য সিলিকন ভ্যালিতে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা (Land to Adani Group for Build A Data Center in Silicon Valley) ৷
এ দিন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সল্টলেক সেক্টর ফাইভের সিলিকন ভ্যালিতে আদানি এন্টারপ্রাইজ হিডকো কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেছিল ৷ সেখানে আদানি গোষ্ঠী জানিয়েছিল, তারা হাইপার স্কিল ডাটা সেন্টার পার্ক তৈরি করতে চায় ৷ রাজ্য মন্ত্রিসভা সেই প্রকল্পটির অনুমোদন দিয়েছে ৷ এই প্রকল্পের জন্য 51.75 একর জমি দেওয়া হবে ৷ 99 বছরের জন্য আদানি গোষ্ঠীকে সেই জমি লিজ দেওয়া হবে ৷ পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘‘মন্ত্রিসভার এই সিদ্ধান্ত যথেষ্ট উৎসাহব্যঞ্জক ৷ এই হাইপার স্কিল ডাটা সেন্টার তৈরি হলে, বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে ৷ তার সঙ্গেই অর্থনৈতিক কার্যক্রমও এখানে গড়ে উঠবে ৷’’