পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Cattle Smuggling Case: দাতব্য সংস্থাকে দান করা জমির মালিক এখন অনুব্রতর মেয়ের কোম্পানি !

গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) অভিযুক্ত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ তাঁকে গ্রেফতার করেছে সিবিআই (CBI) ৷ তার পর তদন্ত যত এগোচ্ছে, ততই বিস্ময়কর তথ্য সামনে আসছে ৷ শুক্রবারও সিবিআইয়ের হাতে একটি জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে ৷

land-donated-to-charitable-trust-now-owned-by-anubrata-mondal-under-cbi-scanner-in-cattle-smuggling-case
Cattle Smuggling Case: দাতব্য সংস্থাকে দান করা জমির মালিক এখন অনুব্রতর মেয়ের কোম্পানি !

By

Published : Sep 17, 2022, 2:58 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : গরুপাচার কাণ্ডের (Cattle Smuggling Case) তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই (CBI) ৷ তদন্তকারীরা আধিকারিকরা জানতে পেরেছেন, একটি দাতব্য সংস্থাকে দান করা জমি কিনেছিল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডলের কোম্পানি ৷ সিবিআই সূত্রে খবর, বীরভূমের ওই জমি বাজারদরের থেকে কম টাকায় বিক্রি করা হয়েছিল এএনএম অ্যাগ্রোকেম ফুডস প্রাইভেট নামে একটি সংস্থাকে ৷ ওই সংস্থায় দু’জন ডিরেক্টর রয়েছেন ৷ তাঁদের একজন অনুব্রতর মেয়ে ৷

এই ঘটনার পিছনে দু’টো কারণ থাকতে পারে বলে মনে করছে সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর সূত্র থেকে জানা গিয়েছে যে হয় ওই দাতব্য সংস্থার কাছ থেকে জোর করে জমিটি বাজারদরের চেয়ে কম দামে কেনা হয়েছিল ৷ অথবা, ওই জমি বাজারদরের চেয়ে কম দামে কেনার জন্য আসল মালিককে দিয়ে জোর করে জমি সংশ্লিষ্ট দাতব্য সংস্থাকে দান করানো হয় ৷

সূত্রের খবর, আপাতত দু’টি সম্ভাবনাই খতিয়ে দেখছে সিবিআই ৷ সেই কারণে সংশ্লিষ্ট দাতব্য সংস্থার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তাঁদের থেকে জানার চেষ্টা হচ্ছে যে বাজারদরের চেয়ে কম দামে কেন ওই জমি বিক্রি করা হয়েছিল সুকন্যা মণ্ডলের সংস্থার কাছে ৷ পাশাপাশি কথা বলা হবে জমির আসল মালিকের সঙ্গেও ৷ তাঁর থেকেও সিবিআই জানতে চাইবে যে তিনি কেন ওই জমি দান করেছিলেন ?

গত 11 অগস্ট অনুব্রত মণ্ডলকে গরুপাচার কাণ্ডে গ্রেফতার করে সিবিআই ৷ তার পর প্রথম 14 দিন সিবিআই হেফাজতে ছিলেন ৷ এর পর থেকে তিনি জেল হেফাজতে রয়েছেন ৷ ইতিমধ্যে বীরভূমে একাধিকবার তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ অনুব্রত মণ্ডলের আত্মীয় ও পরিচিতদের নামে থাকা একাধিক চালকল ও সম্পত্তিতে সিবিআই অভিযান চলেছে ৷ অনেককে জেরাও করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷

শুক্রবারও তাঁরা বীরভূমে গিয়েছিলেন ৷ বোলপুরের নিচুপট্টিতে অনুব্রতর বাড়িতেও যায় সিবিআই ৷ সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় সুকন্যা মণ্ডলকে ৷ এছাড়া বোলপুরের শ্রীগুরু রাইস মিলের মালিক শ্যামল মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷

সূত্রের খবর, ওই মিলটি 2013 সালে বিক্রি করে দেওয়া হয় ৷ পরে সেটির নাম হয় ভোলে ব্যোম রাইস মিল ৷ এর মালিক হিসেবে নাম রয়েছে অনুব্রত প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল ও মেয়ে সুকন্যা মণ্ডলের ৷ ওই মিলটি 5 কোটি টাকায় কেনা হয়েছিল ৷ অথচ ওই মিলের তৎকালীন বাজারদর ছিল 15 কোটি টাকা ৷

সূত্র মারফত জানা গিয়েছে যে সিবিআই এখন জানতে চাইছে, কেন বাজারদরের চেয়ে কমদামে এই সম্পত্তি বিক্রি করা হল ? তাহলে নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে বীরভূমে তৃণমূলের (Trinamool Congress) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এই কাজ করেছিলেন ?

আরও পড়ুন :সব জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি, সিবিআইকে অনুব্রত-কন্যা

ABOUT THE AUTHOR

...view details