কলকাতা, 17 সেপ্টেম্বর : গরুপাচার কাণ্ডের (Cattle Smuggling Case) তদন্তে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই (CBI) ৷ তদন্তকারীরা আধিকারিকরা জানতে পেরেছেন, একটি দাতব্য সংস্থাকে দান করা জমি কিনেছিল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মেয়ে সুকন্যা মণ্ডলের কোম্পানি ৷ সিবিআই সূত্রে খবর, বীরভূমের ওই জমি বাজারদরের থেকে কম টাকায় বিক্রি করা হয়েছিল এএনএম অ্যাগ্রোকেম ফুডস প্রাইভেট নামে একটি সংস্থাকে ৷ ওই সংস্থায় দু’জন ডিরেক্টর রয়েছেন ৷ তাঁদের একজন অনুব্রতর মেয়ে ৷
এই ঘটনার পিছনে দু’টো কারণ থাকতে পারে বলে মনে করছে সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর সূত্র থেকে জানা গিয়েছে যে হয় ওই দাতব্য সংস্থার কাছ থেকে জোর করে জমিটি বাজারদরের চেয়ে কম দামে কেনা হয়েছিল ৷ অথবা, ওই জমি বাজারদরের চেয়ে কম দামে কেনার জন্য আসল মালিককে দিয়ে জোর করে জমি সংশ্লিষ্ট দাতব্য সংস্থাকে দান করানো হয় ৷
সূত্রের খবর, আপাতত দু’টি সম্ভাবনাই খতিয়ে দেখছে সিবিআই ৷ সেই কারণে সংশ্লিষ্ট দাতব্য সংস্থার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তাঁদের থেকে জানার চেষ্টা হচ্ছে যে বাজারদরের চেয়ে কম দামে কেন ওই জমি বিক্রি করা হয়েছিল সুকন্যা মণ্ডলের সংস্থার কাছে ৷ পাশাপাশি কথা বলা হবে জমির আসল মালিকের সঙ্গেও ৷ তাঁর থেকেও সিবিআই জানতে চাইবে যে তিনি কেন ওই জমি দান করেছিলেন ?
গত 11 অগস্ট অনুব্রত মণ্ডলকে গরুপাচার কাণ্ডে গ্রেফতার করে সিবিআই ৷ তার পর প্রথম 14 দিন সিবিআই হেফাজতে ছিলেন ৷ এর পর থেকে তিনি জেল হেফাজতে রয়েছেন ৷ ইতিমধ্যে বীরভূমে একাধিকবার তল্লাশি চালিয়েছে সিবিআই ৷ অনুব্রত মণ্ডলের আত্মীয় ও পরিচিতদের নামে থাকা একাধিক চালকল ও সম্পত্তিতে সিবিআই অভিযান চলেছে ৷ অনেককে জেরাও করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷